৩. আর. পি সিং
কেরিয়ারে’র শুরুতে একাধিক ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে নজর কাড়লেও পরবর্তী সময়ে খেই হারিয়ে ফেলেন এই পেসার।যার জেরে ২০১১ সালে ওভালে টেস্টে হতশ্রী পারফরম্যান্সের পর তাকে বাদ পড়তে হয় দল থেকে।
২০০৫ সালে ভারতের হয়ে অভিষেক হয় এই ক্রিকেট তারকার।শেষ খেলেন ২০১১ সালে।দেশের জার্সি গায়ে খেলেছেন ১৪ টি টেস্ট,৫৮ টি ওয়ানডে এবং ১০ টি টোয়েন্টি ম্যাচ।এক্ষেত্রে তার নেওয়ার উইকেট সংখ্যা ৪০,৬৯ এবং ১৫ ।২০১৮ সালে ক্রিকেট কে বিদায় জানান আর. পি , এইমুহুর্ত ” ক্রিকেট এ্যডভাইসারি কমিটি’র দায়িত্ব সামলাচ্ছেন তিনি।