TOP 5: পাঁচ ভারতীয় ক্রিকেটার, যারা ধোনির পরে টিম ইন্ডিয়ায় অভিষেক করেছেন কিন্তু ধোনির আগেই অবসর নিয়েছেন 1

৪.প্রবীণ কুমার

TOP 5: পাঁচ ভারতীয় ক্রিকেটার, যারা ধোনির পরে টিম ইন্ডিয়ায় অভিষেক করেছেন কিন্তু ধোনির আগেই অবসর নিয়েছেন 2

২০০৯ থেকে ২০১১,ভারতীয় ক্রিকেট দলের পেস বোলিং বিভাগের অন‍্যতম সদস্য ছিলেন প্রবীণ কুমার।তার বোলিং ফেস করতে ঋতিমতো সমস্যার সন্মুখীন হতে হতো রিকি
পন্টিং, মাহেলা জয়বর্ধনে, কেভিন পিটারসেনের মতো ক্রিকেট তারকাদের।

২০১১ সালে কেরিয়ারে সেরা ফ‍র্মে ছিলেন।যদিও প্রায়শই নানান অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে উঠে আসতেন তিনি।২০১২ সালে অস্ট্রেলিয়া সফর চলাকালীন ভক্তদের সাথে দুর্ব্যবহার করার দায় জড়ান এই ক্রিকেটার।যা ঘিরে সেই সময় তীব্র বিতর্কের সৃষ্টি হয়।এবং সেই বছরই বাদ পড়েন জাতীয় দল থেকে।

২০১৮ সালের অক্টোবর মাসে অবসর নেন তিনি, দেশের হয়ে খেলেছেন ৬৮ টা ওয়ানডে,৬ টি টেস্ট এবং ১০ টা টি টোয়েন্টি ম‍্যাচ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *