আজ এমন পাঁচ ভারতীয় ক্রিকেটারের কথা বলবো এখানে যারা ধোনির পর দেশের হয়ে অভিষেক করলেও তার আগেই নিয়েছেন অবসর।
৫. মুনাফ প্যাটেল
২০০৬ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন মুনাফ প্যাটেল।দেশের হয়ে মাত্র পাঁচ বছর খেলেছেন এই পেসার।ছিলেন ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য।যদিও এরপর জাতীয় দলে নিজেকে টিকিয়ে রাখা ঋতিমতো চ্যালেন্জের একটি বিষয় হয়ে ওঠে তার কাছে।
ডান হাতি এই পেসার খেলেছেন সত্তরটি ওয়ানডে ম্যাচ।৩০.২৬ গড়ে তিনি নিয়েছেন ৮৬ টি উইকেট।দেশের হয়ে মাত্র তিনটি টি টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ,নিয়েছেন চারটি উইকেট।অন্যদিকে ১৩ টি টেস্ট ম্যাচে তার নেওয়া উইকেট সংখ্যা ৩৫ টি।
২০১৮ সালে ক্রিকেট থেকে অবসর নেন তিনি।বর্তমানে ভাদোদারা’র কোচের দায়িত্ব সামলাচ্ছেন।