TOP 5: পাঁচ ভারতীয় ক্রিকেটার, যারা ধোনির পরে টিম ইন্ডিয়ায় অভিষেক করেছেন কিন্তু ধোনির আগেই অবসর নিয়েছেন 1

নিজের ক্রিকেট কেরিয়ারে আরও পাঁচটা ক্রিকেটারের ন‍্যায় চড়াই- উৎরাই পেরিয়েছেন মহেন্দ্র সিং ধোনির।কেরিয়ারে ‘র শুরুতেই ধাক্কা, এরপর কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে গেছেন সাফল্যের চুড়ায়।ভারতীয় ক্রিকেট জগতের অন‍্যতম সফল অধিনায়ক তিনি ।একমাত্র অধিনায়ক হিসেবে তিন তিনটে আইসিসি ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে তারই দখলে।

২০০৪ সালে ভারতীয় ক্রিকেট দলে আগমন ঘটে তার।২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বকের দায়িত্ব আসে তার হাতে‌।পরবর্তী সময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবসরের পর ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব পান।তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এক অন‍্য দিগন্ত স্পর্শ করে।জেতে ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ এর ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৩’ এর চ‍্যাম্পিয়ান্স ট্রফি।

TOP 5: পাঁচ ভারতীয় ক্রিকেটার, যারা ধোনির পরে টিম ইন্ডিয়ায় অভিষেক করেছেন কিন্তু ধোনির আগেই অবসর নিয়েছেন 2

২০১৪ সালে হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ধোনি।২০১৭ সালে ছাড়েন সাদা বলে’ র ক্রিকেটের দায়িত্ব।২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর এইমুহুর্ত ক্রিকেট থেকে নিজেকে অনেকটাই দুরে সরিয়ে রেখেছেন এই ভারতীয়।ইতিমধ্যে একাধিক উঠে এসেছে তার অবসর নেওয়ার প্রসঙ্গ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *