রাজ বাওয়া
প্রাক্তন অলিম্পিক জয়ী হকি খেলোয়াড়ের ছেলে হলেন রাজ বাওয়া। বাঁহাতি এই ব্যাটসম্যান তথা অলরাউন্ডার চলতি অনূর্ধ-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে অসাধারণ পারফর্মেন্স করে দেখাচ্ছেন একাধারে তিনি যেমন প্রায় প্রতিটি ম্যাচেই উইকেট নিচ্ছেন ঠিক তেমনি অসাধারণ পাওয়ার হিটিং ব্যাটিং করেও দর্শকদের আনন্দ দিয়ে চলেছেন। তিনি হলেন একমাত্র অনূর্ধ-১৯ ভারতীয় ক্রিকেটার যিনি সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন। তাই বিধংসী এই অলরাউন্ডারের দর এই নিলামে বেশ ভালো রকম হতে চলেছে বলে মনে করা যাচ্ছে।
Read More: ফাইনালে অনবদ্য পারফর্ম করা রাজ বাওয়ার পরিবার সম্বন্ধে জানলে অবাক হবেন, এই তারকাকে আইডল মানেন !!