ক্রিস গেইল
বিশ্ব ক্রিকেটে “Universal Boss” নাম পরিচিত হলেন ক্রিস গেইল। বাঁহাতি ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবার পরেও আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছেন। বিশ্ব ক্রিকেটের মতো আইপিএল এর মঞ্চে তিনি বিগ বস হিসাবে পরিচিত। গেইল আইপিএল এ অনেক দলের হয়েই পারফর্মেন্স করেছেন, তাই তার বয়সের ওপর ভিত্তি করে আগামী আইপিএল হয়তো তার ক্রিকেট কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে।