বিশ্ব ক্রিকেটের রোমাঞ্চকর এবং জনপ্রিয় ক্রিকেট লীগগুলির মধ্যে অন্যতম হলো আইপিএল (IPL)। বছর এর বছর ধরে এই প্রতিযোগিতার জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যার ফলে বিশ্বের প্রতিটি কোন থেকে ক্রিকেটাররা এই প্রতিযোগিতার প্রতি ক্রমশ আগ্রহ প্রকাশ করে চলেছে। আধুনিক যুগের ক্রিকেটে বহু তরুণ ক্রিকেটার আইপিএল এর মঞ্চ থেকেই বিশ্ব ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলছে।
আইপিএল এর মঞ্চে প্রতিবছর আমরা বহু তরুণ প্রতিভাদের যেমন উত্থান দেখে থাকি ঠিক তেমনি আইপিএল এর মঞ্চ থেকে আমরা বহু তারকা ক্রিকেটারদের নিজেদের ক্রিকেট কেরিয়ার থেকে অবসর গ্রহণ করতেও দেখেছি। আমরা এমন সব তারকা ক্রিকেটারদের দেখে আসছি যারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পরেও আইপিএল এর মঞ্চে দাপিয়ে ক্রিকেট খেলে চলেছেন। আমরা এখানে এমন ৫জন ক্রিকেটারকে নিয়ে নিয়ে আলোচনা করবো যারা এই বছর অর্থাৎ ২০২২ এর আইপিএল এর মঞ্চে পারফর্মেন্স করার পর আইপিএল থেকে অবসর নিতে পারেন বলে মনে করা যাচ্ছে।
দীনেশ কার্তিক
একসময় ভারতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে বিশ্ব ক্রিকেটে পরিচিত ছিলেন দীনেশ কার্তিক। নিদাস ট্রফির ফাইনালে ভারতীয় দলকে অনবদ্য জয় এনে দেবার জন্য বিশ্ববাসী আজ থেকে মনে রেখেছে। ডানহাতি এই ব্যাটসম্যান পরবর্তীতে তার খারাপ ফর্ম এবং চোটের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়েন কিন্তু তিনি ক্রমাগত আইপিএল এ পারফর্মেন্স করে চলেছেন। কেকেআর এর এই তারকা ব্যাটসম্যানকে কেকেআর এই বছর নিলামে ছেড়ে দিয়েছে, তাই মনে করা যাচ্ছে আগামী ইপিলে তিনি অন্য কোনো দলের হয়ে পারফর্মেন্স করে তার আইপিএল কেরিয়ার শেষ করতে পারেন।