স্যাম বিলিংস
ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান স্যাম বিলিংস ২০১৮ সালে KKR এর বিরুদ্ধে মাত্র ২১ বলে CSK এর হয়ে নিজের অর্ধ শতরান সম্পূর্ণ করেছিলেন এবং তার এই ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে চেন্নাই দল নিজেদের ঘরের মাঠে সেই বছর প্রথম জয়লাভ করেছিল। যদিও স্যাম বিলিংস বর্তমানে দিল্লী ক্যাপিটালস দলের সাথে যুক্ত আছেন।