সলিল আনকোলা

ভারতীয় ক্রিকেটে সেই ভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও ভারতীয় সিনেমা জগতে ভালো ভাবেই সারা ফেলে দিয়েছেন। আনকোলা বিগ বসের প্রথম সিসনে প্রতিযোগী ছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি এই শো এর মাঝপথেই তিনি বালাজি টেলেফিল্ম সুযোগ পাবার কারণে তিনি এই রিয়ালিটি শো ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন।