৩. ইমরান তাহির
সাউথ আফ্রিকান দলের নির্ভরযোগ্য লেগস্পিনার হলেন ইমরান তাহির। পাকিস্তানের লাহোরে জন্মগ্রহনকারী এই ক্রিকেটার তার অসাধারণ বোলিং বৈচিত্রের জন্য সারা দুনিয়া বিখ্যাত। তাহির সাউথ আফ্রিকা দল ছাড়াও বিশ্বে সব থেকে জনপ্রিয় ক্রিকেট লীগ আইপিএলেও তাঁর অসাধারণ বোলিং এর জন্য বেস্ট বোলারের সন্মান পেয়েছেন। তাহির আইপিএল ছাড়াও পাকিস্তানী টি-২০ লীগে অংশগ্রহন করে থাকেন।