৫ জন পাকিস্তানী বংশোদ্ভূত ক্রিকেটার যারা অন্য দেশের হয়ে খেলছেন 1

৪. ফাওয়াদ আহমেদ

৫ জন পাকিস্তানী বংশোদ্ভূত ক্রিকেটার যারা অন্য দেশের হয়ে খেলছেন 2পাকিস্তানী বংশোদ্ভূত এই ক্রিকেটার অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে পারফর্ম করে থাকেন। পাকিস্তানের মার্গুজ এ জন্মগ্রহনকারী এই লেগস্পিনার অস্ট্রেলিয়া দলের হয়ে বেশ কটি একদিবসীয় এবং টি-২০ ম্যাচ খেলেছেন। যদিও বর্তমানে তিনি অস্ট্রেলিয়া দলের নিয়মিত সদস্য নন কিন্তু বিশ্বের অনেক টি-২০ লীগ এ তাকে পারফরম্যেসে করতে দেখা গেছে এবং তাতে তিনি বেশ জনপ্রিয় হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *