TOP 5: IPL'এর পাঁচটি এমন কলঙ্কিত অধ্যায় যা ক্রিকেট ভক্তদের মনে ক্ষত হয়ে আছে !! 1

ধোনির ক্ষোভ প্রদর্শন-

TOP 5: IPL'এর পাঁচটি এমন কলঙ্কিত অধ্যায় যা ক্রিকেট ভক্তদের মনে ক্ষত হয়ে আছে !! 2
S Sreesanth | Images: Twitter

ভারত তথা বিশ্বের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও একাধিকবার মাথা ঠাণ্ডা রেখে সংযত স্বভাবের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছেন। তবে তাকে আইপিএলের মঞ্চে একবার উত্তপ্ত তর্ক-বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। ২০১৯ সালে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটে।

ম্যাচে এক সময় ৩ বলে ৮ রানের প্রয়োজন ছিল চেন্নাইয়ের। সেই সময় বেন স্টোকসের (Ben Stokes) একটি বিতর্কিত বল নো হয়েছে বলে দাবি করা হলেও স্কয়ার আম্পায়ার আবেদন নাকচ করে দেন। এরপরই ধোনিকে মাঠে নেমে আম্পায়ারের সঙ্গে তীব্র বাগবিতণ্ডা জড়িয়ে পড়তে দেখা যায়। যার জন্য পরবর্তী সময়ে তার ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল।

Read Also: অস্ট্রেলিয়া সিরিজের আগে বোর্ডের মাথায় হাত, বাদ পড়লেন স্বয়ং অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *