TOP 5: IPL'এর পাঁচটি এমন কলঙ্কিত অধ্যায় যা ক্রিকেট ভক্তদের মনে ক্ষত হয়ে আছে !! 1

স্পট ফিক্সিং কেলেঙ্কারি-

TOP 5: IPL'এর পাঁচটি এমন কলঙ্কিত অধ্যায় যা ক্রিকেট ভক্তদের মনে ক্ষত হয়ে আছে !! 2
S Sreesanth | Images: Twitter

আইপিএলের (IPL) ইতিহাসে সবচেয়ে কলঙ্কিতময় ঘটনা হলো স্পট ফিক্সিং কেলেঙ্কারি। ২০১৩ সালে বুকি সুনীল ভাটিয়া পুলিশের হাতে ধরা পড়েন। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে অসংখ্য অজানা তথ্য। তদন্তে উঠে আসে একাধিক তারকা ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি দলের মালিক সহ বলিউড তারকাদের নাম। শ্রীশান্ত (S Sreesanth), অজিত চান্ডিলার (Ajit Chandila) মতো ক্রিকেটারদের তোয়ালের মাধ্যমে সিগন্যাল দিয়ে স্পট ফিক্সিংয়ে জন্য গ্রেফতার করা হয়। ২০২৫ সালে আর‌এম লোধা কমিটি এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজস্থান রয়্যালস (RR)এবং চেন্নাই সুপার কিংসকে (CSK) দুই বছরের জন্য নিষিদ্ধ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *