TOP 5: IPL'এর পাঁচটি এমন কলঙ্কিত অধ্যায় যা ক্রিকেট ভক্তদের মনে ক্ষত হয়ে আছে !! 1

গম্ভীর বনাম বিরাট-

TOP 5: IPL'এর পাঁচটি এমন কলঙ্কিত অধ্যায় যা ক্রিকেট ভক্তদের মনে ক্ষত হয়ে আছে !! 2
Gautam Gambhir and Virat Kohli | Images: Twitter

২০১৩ সালের আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) নেতৃত্বের দায়িত্বে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই মরসুমে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই তারকা ক্রিকেটার উত্তপ্ত বাগবিতান্ডার মধ্যে জড়িয়ে গিয়েছিলেন। কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচ চলাকালীন বিরাট আউট হয়ে গেলে গম্ভীরকে কটুক্তি করতে দেখা গিয়েছিল। তার উত্তর দেওয়ার জন্য কোহলিও এগিয়ে যান এবং ঝামেলার সূত্রপাত ঘটে।

অন্যদিকে ২০২৩ আইপিএলেও এই দুই তারকা ক্রিকেটারকে আবারও একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছিল। এই মরসুমে লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) মেন্টর ছিলেন গম্ভীর। বেঙ্গালুরুর সঙ্গে লখন‌উয়ের ম্যাচ শেষে এই দুই ক্রিকেটার মাঠের মধ্যেই উত্তপ্ত বাগবিতণ্ডের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। যা নিয়ে ক্রিকেট মহলে চর্চা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *