fir-registered-against-kohlis-pub

সদ্যই টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতে দেশে ফিরেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। টিম ইন্ডিয়ার সাথে যান প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে। তাঁর বাসভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ছবিও তোলেন তিনি। এরপর মুম্বইতে জাতীয় দলের ট্রফি সেলিব্রেশনের মুখ’ও ছিলেন তিনি। উদ্‌যাপনে ফুরফুরে মেজাজে পাওয়া গিয়েছিলো ক্রিকেট মহাতারকাকে। সেলিব্রেশন পর্ব মিটিয়েই তিনি উড়ে গিয়েছেন লন্ডন। সেখানে রয়েছেন তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma), রয়েছে দুই সন্তান-ভামিকা ও অকায়’ও। ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে আপাতত পরিবারের সাথে দিনকয়েকের ছুটি কাটাতে চান তিনি। বিরাট (Virat Kohli) কিছুদিনের নিস্তরঙ্গ জীবন চাইলেও, তেমনটা আদৌ তিনি উপভোগ করতে পারবেন কিনা তা নিয়ে দেখা গিয়েছে সন্দেহ। পুলিশী ঝামেলায় তাঁর রেস্তরাঁ।

ক্রিকেটের পাশাপাশি ব্যবসাতেও সফল বিরাট কোহলি (Virat Kohli)। রং (Wrogn) নামে একটি পোশাকের ব্র্যান্ড রয়েছে তাঁর। এছাড়া চিজেল জিম, স্টেপথলন লাইফস্টাইল, এফ সি গোয়া’র (FC Goa) মত ব্র্যান্ডেও বিনিয়োগ রয়েছে তাঁর। পাশাপাশি ওয়ান এইট কমিউন (One8 Commune) নামে একটি রেস্তরাঁ ও পানশালা’ও চালান তিনি। দিল্লী, মুম্বই, পুণে, গুরুগ্রাম ও কলকাতার মত শহরে শাখা রয়েছে কোহলির এই রেস্তরাঁ’র। গত বছরই বেঙ্গালুরুতেও পথচলা শুরু করেছিলো এই ওয়ান এইট কমিউন (One8 Commune)। আইপিএলের সুবাদে বেঙ্গালুরুর ঘরের ছেলেই হয়ে উঠেছেন কোহলি (Virat Kohli)। শহরের অভিজাত কস্তুরবা রোডে নিজস্ব রেস্তরাঁ থাকায় আইপিএল ম্যাচ শেষে সেখানেই খেতে আসবেন বলে জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। আপাতত বেঙ্গালুরুর এই ওয়ান এইট কমিউন নিয়েই সমস্যায় তিনি।

Read More: “ও আমার থেকেও…” হার্দিকের ভূয়সী প্রশংসা কপিল দেবের, শোনালেন সতর্কবার্তাও !!

আইন ভাঙলো কোহলির পানশালা, কড়া পুলিশ-

Virat Kohli's One 8 Commune | Image: Twitter
Virat Kohli’s One 8 Commune | Image: Twitter

বেঙ্গালুরু শহরে রাত ১টার পর রেস্তরাঁ বা পানশালা খোলা না রাখার নিয়ম রয়েছে। কিন্তু সেই নিয়ম ভেঙে নির্দিষ্ট সময়সীমার পরেও পানশালা খোলা রাখার অভিযোগ উঠেছে বিরাট কোহলির (Virat Kohli) সংস্থার বিরুদ্ধে। সরকারী সূত্র মারফৎ জানা গিয়েছে যে এলাকায় টহল দেওয়ার সময় এক সাব-ইন্সপেক্টরের কাছে অভিযোগ আসে যে সময়সীমার পরেও খোলা রয়েছে কোহলির রেস্তরাঁ ও পানশালা। তিনি সরেজমিনে তদন্ত করতে যখন সেখানে পৌঁছান, ঘড়িতে তখন রাত ১টা ২০ মিনিট। গিয়ে দেখেন যে সেই সময়েও গ্রাহকদের পানীয় দেওয়া হচ্ছে। এরপর পুলিশ প্রশাসনের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। “৬ জুলাই কস্তুরবা রোডের ওয়ান এইট কমিউনকে নির্দিষ্ট সময়সীমার পরেও খোলা থাকতে দেখা গিয়েছে,” কাবন পার্ক থাকায় নথিভুক্ত হওয়া FIRটিতে এমনটাই লিখেছে পুলিশ।

জানা গিয়েছে যে ওয়ান এইট কমিউনের (One 8 Commune) বেঙ্গালুরু শাখার ম্যানেজারের বিরুদ্ধেও FIR নথিভুক্ত করেছে পুলিশ প্রশাসন। আপাতত এই সংক্রান্ত কোনো আইনি ঝামেলায় বিরাট কোহলির (Virat Kohli) জড়িয়ে পড়ার কোনোরকম সম্ভাবনা দেখছেন না প্রশাসনিক কর্তারা। নির্দিষ্ট সময়ের পরেও কার্যকলাপ চালিয়ে যাওয়ার অপরাধে ওয়ান এইট কমিউনের পাশাপাশি আইনের আওতায় এসেছে আরও তিন থেকে চারটি পানশালা ও রেস্তরাঁ। সূত্রের খবর গভীর রাত অবধি উদ্দাম গানবাজনা চলার কারণে বিব্রত বোধ করছিলেন স্থানীয় মানুষজন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই এই ধড়পাকড়ে নেমেছিলো বেঙ্গালুরু পুলিশ। এই রেস্তরাঁ ও পানশালাগুলির কি শাস্তি হতে পারে সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় নি।

Also Read: IND vs ZIM, 3rd T20i, Preview: ‘অ্যাডভান্টেজ’ আদায়ের আশায় ভারত, ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ জিবাবুয়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *