জুন মাস পড়লেন শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে টুর্নামেন্টের আসর। গত জানুয়ারিতেই আয়োজক সংস্থা আইসিসি জানিয়ে দিয়েছিলো যে টিম ইন্ডিয়া (Team India) রয়েছে গ্রুপ-এ’তে। তাদের সঙ্গে থাকছে আয়ারল্যান্ড, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। ৯ তারিখ নিউ ইয়র্কের নাসাও কাউন্টির নবনির্মিত মাঠে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এরপর ১২ ও ১৫ তারিখ যথাক্রমে নিউ ইয়র্ক ও ফ্লোরিডার মাঠে ভারত মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার। গ্রুপের প্রথম দুটি দলের মধ্যে শেষ করতে পারলে থাকছে দ্বিতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ।
এগারো বছর আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্ট জেতে নি টিম ইন্ডিয়া। সেই কারণেই এবারের টি-২০ বিশ্বকাপকে (T20 World Cup) বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে দল। ২০২২-এর টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর থেকেই কুড়ি-বিশের ফর্ম্যাটকে নিয়ে বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়েছে বিসিসিআই। সিনিয়রদের বাইরে রেখে সুযোগ করে দেওয়া হয়েছে একঝাঁক জুনিয়রকে। তাঁদের মধ্যে অনেকেই এইবারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) মাঠে নামবেন ভারতের হয়ে। গত ৩০ এপ্রিল প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলো অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ১৫ সদস্যের স্কোয়াডের সাথে চার ট্র্যাভেলিং রিজার্ভের নামও ঘোষণা করেছিলেন তাঁরা। আগামীকাল অর্থাৎ ২৫ মে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিন। শেষবেলায় কিছু রদবদল করতে পারেন নির্বাচকেরা।
Read More: টিম ইন্ডিয়ার কোচ বাছতে গিয়ে চাপে বিসিসিআই, প্রস্তাব প্রত্যাখ্যান তারকা ক্রিকেটারের !!
প্রশ্ন দুবেকে নিয়ে, জায়গা পাচ্ছেন দুই তরুণ-
এপ্রিলের শেষ সপ্তাহে যে ১৫ সদস্যের স্কোয়াড ভারত প্রকাশ করেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য তাতে তারুণ্যের সাথে রয়েছে অভিজ্ঞতার মিশেল। চূড়ান্ত স্কোয়াড বাছাইয়ের ক্ষেত্রেও সেই ফর্মূলা থেকে সরছেন না নির্বাচকেরা। অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সম্ভবত ওপেনিং-ই করবেন তিনি। সাথে যশস্বী জয়সওয়ালের বদলে যুক্ত করা হতে পারে অভিষেক শর্মা’কে (Abhishek Sharma)। এবারের আইপিএলে নজর কেড়েছেন পাঞ্জাবের তরুণ। ৪২টি ছক্কা মেরেছেন তিনি। নিয়মিত খেলেছেন ২০০-র বেশী স্ট্রাইক রেটে। ১৫ ম্যাচে তিনি করেছেন ৪৮২ রান। যার সুফল পেতে পারেন অভিষেক। মূল স্কোয়াড থেকে ট্র্যাভেলিং রিজার্ভে ঠাঁই হতে পারে যশস্বী জয়সওয়ালের। এছাড়াও ভারতীয় টপ-অর্ডারে থাকছেন বিরাট কোহলি (Virat Kohli) ও সূর্যকুমার যাদব।
উইকেটরক্ষক হিসেবে দলের সাথে সঞ্জু স্যামসন ও ঋষভ পন্থেরই (Rishabh Pant) থাকার সম্ভাবনা। দৌড়ে থাকলেও শিকে ছিঁড়ছে না কে এল রাহুলের ভাগ্যে। পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিবম দুবেকে (Shivam Dube) রাখা হয়েছিলো স্কোয়াডে। শেষ মুহূর্তে এই দুজনের মধ্যে একজনকে বাছতে হতে পারে নির্বাচকদের। অভিজ্ঞতার কারণে হয়ত এগিয়ে থাকবেন হার্দিকই। চেন্নাই সুপার কিংস জার্সিতে এই মরসুমটা বিশেষ আহামরি কাটে নি শিবমের। তাঁর জায়গা হতে পারে ট্র্যাভেলিং রিজার্ভে। ফিনিশার হিসেবে মূল স্কোয়াডে জায়গা করে নিতে পারেন রিঙ্কু সিং (Rinku Singh)। দেশের হয়ে ১৫ ম্যাচে ৮৯ গড়ে ৩৫৬ রান রয়েছে তাঁর। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তানের মত প্রতিপক্ষের বিরুদ্ধে রিঙ্কুর পারফর্ম্যান্স নিশ্চয়ই মাথায় রাখবেন নির্বাচকেরা।
পেস বিভাগে থাকতে পারে বড়সড় পরিবর্তন-
স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ভারতের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) স্কোয়াডে রয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাঁদের সাথে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র উড়ে যাওয়ার কথা যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। দিল্লীর হয়ে কুলদীপ এবারের আইপিএলে একাধিক ম্যাচে অনবদ্য পারফর্ম্যান্স দিয়েছেন। তিনি ভারতের চূড়ান্ত স্কোয়াডে থাকছেনই। সম্ভবত প্রথক একাদশের সদস্য’ও হবেন চায়নাম্যান বোলার। তুলনায় চাহালকে প্রায়শই দেখা গিয়েছে অতিরিক্ত রান খরচ করতে। তবুও বিশেষজ্ঞদের ধারণা টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়বেন না তিনি। কুল-চা জুটিকে দেখা যাবে টি-২০ বিশ্বকাপে।
শেষ মুহূর্তে রদবদল দেখা যেতে পারে পেস বোলিং বিভাগে। জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) থাকা নিশ্চিত। বাদ পড়তে পারেন মহম্মদ সিরাজ ও আর্শদীপ সিং। এই আইপিএলে আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি দুজনেই। সেই কারণেই তাঁদের বাইরের পথ দেখানো হতে পারে। বদলে চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে দেওয়া হতে পারে সন্দীপ শর্মা’কে (Sandeep Sharma)। রাজস্থান রয়্যালস জার্সিতে এবার জাত চিনিয়েছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে নিয়েছেন পাঁচ উইকেট’ও। ডেথ ওভারে তাঁর রান আটকানোর ক্ষমতার কারণে শিকে ছিঁড়তে পারে সন্দীপের। এছাড়াও আইপিএলে ১৬ ম্যাচে ১৯ উইকেট নেওয়ার সুফল পেতে পারেন আবেশ খান (Avesh Khan)। ট্র্যাভেলিং রিজার্ভ থেকে মূল স্কোয়াডে আসতে পারেন তিনি।
T20 বিশ্বকাপে ভারতের চূড়ান্ত সম্ভাব্য স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, আবেশ খান, সন্দীপ শর্মা।
ট্র্যাভেলিং রিজার্ভ- আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, খলিল আহমেদ, শিবম দুবে।