female-auctioneer-in-ipl-mini-auction

IPL 2024: ক্রিকেটদুনিয়ার ফোকাসে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই কর্তৃক আয়োজিত টি-২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হতে বাকি এখনও বেশ কয়েক মাস। তবে আপাতত ‘মিনি’ নিলাম নিয়ে রয়েছে আগ্রহ। সপ্তদশ মরসুম শুরুর আগে নিজেদের স্কোয়াডের ফাঁকফোকর মেরামত করে নেওয়ার শেষ সুযোগ ফ্র্যাঞ্চাইজিগুলো পেতে চলেছে এই মিনি নিলামেই। গত বছরের ২৩ ডিসেম্বর কেরলের কোচি শহরের পাঁচতারা হোটেলে বসেছিলো ‘মিনি’ নিলামের আসর। ২০২৩-এর নিলাম আয়োজিত হবে আগামী ১৯ ডিসেম্বর। এবার দেশ ছাড়িয়ে তা পাড়ি দিচ্ছে বিদেশে। মধ্যপ্রাচ্যের দুবাইতে নিলামের টেবিলে সম্মুখসমরে নামবে দশ দল। প্রথামাফিক রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে দলগুলি। এখন চলছে শেষ মুহূর্তের স্ট্র্যাটেজি নির্মাণ।

দশটি দলে সব মিলিয়ে স্লট ফাঁকা রয়েছে ৭৭টি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে নিলামে ভারতীয় ও বিদেশী মিলিয়ে মোট ১১৬৬ জন নাম লিখিয়েছেন। এদের মধ্যে কতজন মূলপর্বে জায়গা করে নেন এবং কাদের নিয়ে চলে দড়ি টানাটানি তা নিয়ে রয়েছে আগ্রহ। সদ্য বিশ্বকাল জেতা ট্র্যাভিস হেড (Travis Head), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক’রা (Mitchell Starc) থাকছেন নিলামে। থাকছেন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার রচিন রবীন্দ্র’ও (Rachin Ravindra)। নিলামের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন তাঁরা। গত ‘মিনি’ নিলামে পূর্বের রেকর্ড ভেঙে সর্বোচ্চ মূল্য পেয়েছিলেন স্যাম কারান। ইংল্যান্ডের অলরাউন্ডারের নজির এবার ভাঙতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারের নিলামে নতুনত্ব যোগ করছে বিসিসিআই’ও। শোনা যাচ্ছে পরিচিত অকশনিয়ার হিউ এডমিয়েডসের (Hugh Edmeades) বদলে নিলামের হাতুড়ি হাতে এবার দেখা যাবে এক মহিলাকে।

Read More: ১৫৮ কোটি টাকার আর্থিক প্রতারণার শিকার BCCI, বাইজুসের বিরুদ্ধে আইনি পথে হাঁটছেন জয় শাহ, রজার বিনি’রা !!

মিনি অকশনে থাকতে চলেছেন মহিলা অকশনিয়ার-

Mallika Sagar | IPL 2024 | Image: Twitter
Mallika Sagar | IPL 2024 | Image: Twitter

নিলামের দুনিয়ার পরিচিত মুখ হিউ এডমিয়েডস (Hugh Edmeades)। লম্বা কেরিয়ারে ২৭০০-র বেশী নিলাম সঞ্চালনা করেছেন তিনি। ৩৬ বছর বিখ্যাত নিলাম সংস্থা ক্রিস্ট’জ-এর সাথে যুক্ত ছিলেন তিনি। সরে আসেন ২০১৬ সালে। ২০১৮ সাল থেকে আইপিএলের যাবতীয় নিলামে অকশনিয়ার হাতে দেখা গিয়েছে অভিজ্ঞ হিউ এডমিয়েডসকেই (Hugh Edmeades)। ২০২২-এর নিলামে অবশ্য হিউ’কে নিয়ে বাঁধে বিপত্তি। মঞ্চেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষমেশ চারু শর্মা’কে তড়িঘড়ি বিকল্প অকশনিয়ার হিসেবে পরিস্থিতি সামলানোর জন্য ডাকা হয়।

দক্ষতার সাথেই নিলাম সামলেছিলেন চারু (Charu Sharma)। এবার এডমিয়েডসকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে রাজী নন বিসিসিআই কর্তারা। সংবাদমাধ্যম স্পোর্টসস্টার মারফত জানা গিয়েছে যে তাঁকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ‘মিনি’ অকশনে হিউ নেই বোর্ডের ভাবনায়।হিউ এডমিয়েডসের বদলে কোনো অভিজ্ঞ অকশনিয়ার’ই রয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার ভবনায়। দৌড়ে এগিয়ে রয়েছেন মল্লিকা সাগর। এর আগে তিনি চিত্রকলা বিক্রয়ের নিলামে দীর্ঘ সময় কাজ করেছেন। খেলাধুলার দুনিয়ার সাথেও একেবারে অপরিচিত নন মল্লিকা (Mallika Sagar)। প্রো কবাডি লীগের নিলাম সঞ্চালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ক্রিকেটের নিলামেও এর আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মল্লিকার। উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) প্রথম মরসুমে নিলামের হাতুড়ি হাতে ছিলেন তিনিই। তাঁর কার্যপদ্ধতি মন জিতেছিলো সোশ্যাল মিডিয়ার ক্রিকেট অনুরাগীদের। ৯ ডিসেম্বর রয়েছে উইমেন্স প্রিমিয়ার লীগের দ্বিতীয় মরসুমের নিলাম। সেখানেও মল্লিকাকেই দেখা যাওয়ার সম্ভাবনা। এবার আইপিএলের (IPL) মত বড় মঞ্চেও তাঁকে সুযোগ দিয়ে দেখতে চাইছে ভারতীয় বোর্ড। ২০১৮ থেকে আইপিএল নিলামকে নিজস্ব মুন্সীয়ানায় এক আলাদা মাত্রা দিয়ে এসেছেন হিউ এডমিয়েডস। তার আগে ১১ বছর এই কাজ করে এসেছেন রিচার্ড ম্যাডলি (Richard Madley)। দুই কিংবদন্তির জুতোয় পা গলিয়ে মল্লিকা (Mallika Sagar) কেমন ভাবে নিলাম সামলান তা জানা যাবে ১৯ তারিখ।

সরাসরি সম্প্রচারিত হবে IPL নিলাম পর্ব-

IPL Trophy | Image: Twitter
IPL Trophy | Image: Twitter

ক্রিকেটপ্রেমীদের জন্য সরাসরি সম্প্রচার করা হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নিলামপর্ব। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগের টেলিভিশন সম্প্রচার স্বত্ব রয়েছে ডিজনি স্টারের (Disney Star) কাছে। তাদের চ্যানেল স্টার স্পোর্টসে চোখ রাখলে দেখা যাবে আইপিএল নিলাম। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকতে পারেন বিসিসিআই প্রধান রজার বিনি’র (Roger Binny) পুত্রবধূ মায়ান্তি ল্যাঙ্গার (Mayanti Langer)। অন্যদিকে আইপিএলের ডিজিটাল রাইটস ২০২৩-২০২৭ মরসুমের জন্য ২৩৭৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ভায়াকম ১৮ সংস্থা। জিও সিনেমা অ্যাপে যে কোনো স্মার্টফোন, কম্পিউটার বা ট্যাবলেটের পর্দায় সরাসরি দেখা যাবে আইপিএল-এর নিলাম।

Also Read: IPL 2024: আসন্ন ‘মিনি নিলামে’ এই তিন ক্রিকেটারের জন্য ২০ কোটি টাকার বেশী খরচে রাজী ফ্র্যাঞ্চাইজিগুলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *