টানা এগারো বছর আইসিসি ট্রফির জন্য অপেক্ষা করতে হয়েছে টিম ইন্ডিয়া (Team India) সমর্থকদের। বিশ্বকাপ (World Cup), চ্যাম্পিয়ন্স ট্রফি (CT) হোক বা টেস্ট চ্যাম্পিয়নশিপ-সব টুর্নামেন্টেই বারবার ফাইনাল বা সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে দল। ব্যর্থতার দুঃখ ভুলে নতুন করে প্রত্যাশার প্রদীপ জ্বালিয়েছে অনুরাগীরা। অবশেষে ১৪০ কোটি ভারতবাসীর প্রার্থনার ফল মিললো ২০২৪-এর জুন মাসের ২৯ তারিখ। কেনসিংটন ওভালে এক হাড্ডাহাড্ডি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) খেতাব জেতে ‘মেন ইন ব্লু’। বার্বাডোজের ফাইনালেও একটা সময় মনে হয়েছিলো যে তীরে এসে ডুববে তরী। বাজিমাত করে যাবে প্রোটিয়ারা। কিন্তু বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য দক্ষতায় ডেভিড মিলারের ক্যাচ তালুবন্দী করে ভারত’কে ট্রফি উপহার দেন সূর্যকুমার যাদব।
দীর্ঘ ট্রফিখরা কাটার পর আত্মবিশ্বাস বেড়েছে ভক্তদের। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC 2023-25) ফাইনাল। ২০২৫-এ জোড়া খেতাব জয়ের স্বপ্ন এখন থেকেই দেখা শুরু করে দিয়েছেন অনেকে। ২০১১ সালের পর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ (ICC World Cup) জেতে নি ভারত। ২০১৫ ও ২০১৯-এ পরাজিত হয়েছে শেষ চারের যুদ্ধে। ২০২৩-এ ফেভারিটি হিসেবে ফাইনালে পৌঁছেও ঘরের মাঠে হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। সেই শূন্যতা’ও যেন পূরণ হয় দ্রুত, এখন থেকেই শুরু হয়েছে প্রার্থনা। বার্বাডোজে খেতাব জিতে যেভাবে পতাকা পুঁতে দিয়ে এসেছিলেন অধিনায়ক রোহিত, ২০২৭-এ তেমন দৃশ্যের সাক্ষী হোক দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠগুলি, চাইছেন সমর্থকেরা।
Read More: ম্যাচ ফিক্সিং-এর দায়ে অভিযুক্ত ক্রিকেটার, কড়া শাস্তি দিলো আইসিসি !!
রোহিতের কাছে ট্রফি’র দাবী ভক্তের-
মহেন্দ্র সিং ধোনি’র হাত ধরে ছয় বছরের মধ্যে এসেছিলো তিনটি আইসিসি ট্রফি। কিন্তু এরপর এক দশকের অপার শূন্যতা গ্রাস করে ভারতীয় ক্রিকেটকে। কঠিন পরিস্থিতি টিম ইন্ডিয়া (Team India) কাটিয়ে উঠেছে রোহিত শর্মা’র মগজাস্ত্রের জোরে। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর হিটম্যানকেই ‘লাকি ক্যাপ্টেন’ মনে করছেন সমর্থকেরা। আগামীতেও সাফল্যের ভগীরথ হোন তিনিই, উঠছে দাবী। সম্প্রতি মহারাষ্ট্রে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রোহিত (Rohit Sharma)। সেখানে উপস্থিত জনতা সমস্বরে জানিয়েছেন যে আগামী বিশ্বকাপেও তাঁকেই দেখতে চান নেতৃত্ব দিতে। অনুষ্ঠানের ঘোষক’ও মাইকে ঘোষণা করেন, “আমরা আরও একটা বিশ্বকাপ চাই। আপনাকে দেখতে চাই নেতা হিসেবে।” উত্তরে বেশী কিছু বলেন নি রোহিত। কিন্তু ভক্তদের ভালোবাসায় তিনি যে আপ্লুত তা বোঝা গিয়েছে মুখের হাসি থেকেই।
টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। দেশের হয়ে আর টি-২০ খেলবেন না তিনি। তবে এই মুহূর্তে যে বাকি দুই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কোনো ভাবনাচিন্তা তাঁর নেই তাও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট করেছেন তিনি। এখন তাঁর বয়স ৩৮। ২০২৭-এ ৪০ পেরিয়ে যাবেন রোহিত। তখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার মত ফিটনেস তাঁর থাকবে কিনা তা নিয়ে যদিও সন্দিহান অনেকেই। তবে টি-২০’র ওয়ার্কলোড কমে যাওয়ার ফলে ঠাসা ক্রীড়াসূচি থেকে খানিক মুক্তি পেয়েছেন তিনি। যা কেরিয়ারকে দীর্ঘায়িত করতে সাহায্য করতে পারে রোহিতকে। ২০১১ সালে সম্ভাব্যের তালিকায় থাকলেও শেষ মুহূর্তে বাদ পড়েছিলেন তিনি। তাই জেতা হয় নি ওডিআই বিশ্বকাপ (ICC World Cup)। ২০২৭-এ অধরা মাধুরীর জন্য মরিয়া প্রয়াস তাই করতেই পারেন রোহিত।
দেখে নিন সেই ভিডিও-
Public Demand!!!
Rohit Sharma should lead India in 2027 worldcup ❤️😍 pic.twitter.com/Zbruf8TNnp
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) October 3, 2024