fans-urge-shahid-afridi-to-come-back

৯০-এর দশক থেকে নতুন শতাব্দীর প্রথম দেড় দশক অবধি দাপিয়ে খেলেছেন শাহীদ আফ্রিদি (Shahid Afridi)। পাকিস্তানের জার্সি গায়ে ঝোড়ো ব্যাটিং তো করেছেনই, সাথে নিয়মিত উইকেটও তুলেছেন নিজের দুর্দান্ত লেগস্পিনে। একদিনের আন্তর্জাতিক ম্যাচে ঝুলিতে রয়েছে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট। ১০০টি-২০তে করেছেন ৯৫৯ রান, সংগ্রহে ১০০টি উইকেটও। সাদা বলের খেলায় বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা তৈরি করতে বসলে নিঃসন্দেহে প্রথম সারিতেই নাম আসবে আফ্রিদি’র (Shahid Afridi)। আন্তর্জাতিক স্তরে শেষ টি-২০ খেলেছেন ২০১৮ সালে। টেস্ট ও ওডিআই-কে আরও আগেই বিদায় জানিয়ে দিয়েছিলেন তিনি। বাইশ গজ থেকে আপাতত দূরে থাকলেও দক্ষতায় যে মরচে ধরে নি তা গতকাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস প্রতিযোগিতায় বুঝিয়ে দিলেন তিনি।

Read More: ভেস্তে যাচ্ছে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন, বৃষ্টির কারণে পণ্ড হওয়ার মুখে যাবতীয় আয়োজন !!

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের (PAKISTAN CHAMPIONS) জার্সিতে মাঠে নেমেছিলেন শাহীদ আফ্রিদি (Shahid Afridi)। এজবাস্টনের মাঠে নজর কাড়লেন তিনি। বল হাতে ৩৪ রান খরচ করে তিনি তুলে নেন ২ উইকেট। সাজঘরে ফেরান বেন কাটিং ও টিম পেইন’কে (Tim Paine)। ব্যাট হাতেও অনবদ্য আফ্রিদি। ফিনিশার হিসেবে নেমে তাঁর ঝোড়ো ৫ বলে ১১* রানের ইনিংসে ভর করেই কঠিন ম্যাচে জয় পায় পাকিস্তান চ্যাম্পিয়ন্স। প্রাক্তনীদের এই জমজমাট টুর্নামেন্টে গতকাল অস্ট্রেলীয় শিবিরের হয়ে মাঠে নেমেছিলেন ব্রেট লি (Brett Lee), অ্যারন ফিঞ্চ, শন মার্শ, ডার্ক ন্যানেস, নাথান কুল্টার-নাইলের মত প্রতিথযশা ক্রিকেটার। তাঁদের তোলা ১৮৯ রানের জবাবে ২ বল বাকি থাকতে জিতলো পাকিস্তান চ্যাম্পিয়ন্স। আফ্রিদির (Shahid Afridi) পাশাপাশি তাদের হয়ে নজর কাড়লেন ইউনুস খান, মিসবাহ উল হক, সৈয়দ আজমল’রা।

মধ্য চল্লিশেও চর্চার কেন্দ্রবিন্দুতে শাহীদ আফ্রিদি’র (Shahid Afridi) ফিটনেস। ব্যাটিং, বোলিং হোক বা ফিল্ডিং-গোটা ম্যাচে এক মুহূর্তের জন্যও মাঠে বেমামান লাগে নি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে। যখন সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাক তারকাদের ফিটনেস নিয়ে কথা উঠেছে, আজম খান, ইমাদ ওয়াসিমদের মাঠে চটপটে মনে হচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রিকেটজনতা, তখন ৪৪ বর্ষীয় আফ্রিদি’র খেলা অবাক করেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনুরোধের সুরে লিখেছেন, ‘আবার আপনিই ফিরে আসুন জাতীয় দলে। আজম খানের থেকে ভালো খেলবেন।’ ‘এখন আপনার মধ্যে ক্রিকেট বেঁচে আছে বুম-বুম, পাকিস্তান চাইছে আপনাকে’ মন্তব্য আরও একজনের। টি-২০ বিশ্বকাপে দলের ভরাডুবির পর ব্যঙ্গ করে একজন লিখেছেন, ’এই দলটা বাবরদের থেকে ভালো করত।’

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: ভিডিও: ভাঙরার ছন্দে পা মেলালেন সূর্যকুমার যাদব, ঘরে ফেরার আনন্দে উদ্বেল বার্বাডোজের নায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *