fans-troll-rayudu-before-t20-world-cup

টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) কড়া নাড়ছে দরজায়। আইপিএলের (IPL) পর আরও এক মাস কুড়ি-বিশের ক্রিকেট উৎসবে যোগ দিতে মুখিয়ে রয়েছেন দর্শকেরা। অন্যতম ফেভারিট হিসেবে শুরু করছে ভারতীয় দল। এগারো বছরের আইসিসি ট্রফি খরা কাটানোর অভিযান শুরু হচ্ছে ৫ জুন। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে আগামী ৯, ১২ ও ১৫ তারিখ ভারত গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচে তারা মাঠে নামবে যথাক্রমে পাকিস্তান, আমেরিকা ও কানাডার বিরুদ্ধে। ইতিমধ্যে আমেরিকা পৌঁছে গিয়েছে দল। গত ৩০ এপ্রিল স্কোয়াড ঘোষণার পর থেকেই ভারতের সম্ভাবনা নিয়ে চলছে কাটাছেঁড়া। সম্প্রতি একটি অনুষ্ঠানে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে বিতর্কে জড়ালেন অম্বাতি রায়ুডু। কোহলি সম্পর্কে তাঁর মন্তব্য ভালো চোখে দেখছেন না অনেকে।

আইপিএল (IPL) চলাকালীন বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) দিকে লাগাতার তীর্যক মন্তব্য ছুঁড়তে দেখা গিয়েছিলো ভারতীয় প্রাক্তনী অম্বাতি রায়ুডুকে (Ambati Rayudu)। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসে আইপিএল (IPL) কেরিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন তিনি। জিতেছেন ছয়টি ট্রফি। আইপিএলের ইতিহাসে সফলতম ক্রিকেটারদের মধ্যে যুগ্ম শীর্ষে রয়েছেন রায়ুডু। সেই প্রসঙ্গ তুলে বারবার খোঁচা দিয়েছেন এখনও অবধি একবারো আইপিএল না জেতা বেঙ্গালুরুকে। চেন্নাইয়ের বিরুদ্ধে নাটকীয় জয়ের পর যখন প্লে-অফে পা রেখেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB), তখন তাঁর প্রতিক্রিয়া নিয়েও উঠেছিলো প্রশ্ন। এরপর তাঁর ইন্সটাগ্রাম পোস্টও জন্ম দিয়েছিলো বিতর্কের।

Read More: জল্পনার ঘটলো অবসান, ভারতীয় দলের নতুন কোচের দায়িত্ব তুলে দেওয়া হলো গৌতম গম্ভীরের হাতে !!

রায়ুডু’কে বিঁধলো নেটমাধ্যম-

Ambati Rayudu | T20 | Image: Getty Images
Ambati Rayudu | Image: Getty Images

বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিকে আক্রমণ করার পরেও নেটদুনিয়ার ক্ষোভ স্তিমিতই ছিলো রায়ুডুর (Ambati Rayudu) বিরুদ্ধে। কিন্তু আকারে-ইঙ্গিতে বিরাট কোহলিকে (Virat Kohli) খোঁচা দেওয়ার পর দাউদাউ করে জ্বলে ওঠে ছাইচাপা আগুন। কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএল জেতার পর রায়ুডু বলেন, “ট্রফি জিততে হলে কয়েকজনের ৩০০ রানের যোগদান কমলা টুপি জেতার চেয়ে অনেক ভালো।” এই মরসুমে কমলা টুপি জিতেছেন বিরাট কোহলিই (Virat Kohli)। ৭৪১ রান করেছেন তিনি। খোঁচার উদ্দেশ্য কে তা বুঝতে সমস্যা হয় নি কারও। মাঠেই তাঁকে ‘জোকার’ বলে কটাক্ষ করেন কেভিন পিটারসেন (Kevin Pietersen)। এরপর এক্স (পূর্বতন ট্যুইটার), ফেসবুক, ইনস্টাগ্রামেও ট্রোলের শিকার হন হায়দ্রাবাদের ক্রিকেটার।

সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের পক্ষ থেকে টিম ইন্ডিয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছিলো রায়ুডু’কে। তিনি জানান, “ভারতের জন্য বিরাট কোহলি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ও বড় ম্যাচের খেলোয়াড়। ভারতের জন্য ও বড় ভূমিকা নেবে। ওর ব্যাটিং ও আগ্রাসন ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।” একটানা কটাক্ষের পর আচমকা কেন কোহলির প্রশংসা করছেন রায়ুডু? প্রশ্ন তুলে সরব ক্রিকেটমহল। বিশেষ করে নেটিজেনরা তীব্র আক্রমণ শানিয়েছেন তাঁকে। ‘সত্যিটা মুখ থেকে বেরিয়েই গেলো’ লিখেছেন একজন। ‘চর্চায় থাকতে গেলে কোহলির নাম তো উচ্চারণ করতেই হবে’ মন্তব্য আরেকজনের। ‘কোহলিকে ভাঙিয়েই চলছে আপনার। না হলে তলিয়ে যেতেন বিস্মৃতির অতলে’ লিখেছেন আরও একজন।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: T20 বিশ্বকাপের আগেই দলে বড় পরিবর্তন, অধিনায়ত্ব পেলেন কোহলি তো ভাগ্য খুললো এই তরুণ ক্রিকেটারদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *