fans-slam-bcci-after-sanju-samsons-ton

দলীপ ট্রফির (Duleep Trophy) জন্য যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছিলো সেখানে প্রথমে জায়গাই দেওয়া হয় নি সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। পরে ঈশান কিষণ চোটের কারণে ভারত-ডি দল থেকে ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে জায়গা করে দেওয়া হয়েছিলো তাঁকে। প্রথমে খেলানো’ও হয় নি তাঁকে। ভারত-ডি বনাম ভারত-সি ম্যাচে জায়গা হয়েছিলো রিজার্ভ বেঞ্চে। দ্বিতীয় ম্যাচ থেকে সুযোগ পান। ভারত-এ’র বিপক্ষে প্রথম ইনিংসে ৫ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসের ৪০ রান আভাস দিয়েছিলো সঞ্জুর (Sanju Samson) ফর্মে ফেরার। অনন্তপুরের মাঠে ভারত-বি’র বিপক্ষে ম্যাচটিতে ধুন্ধুমার ইনিংস খেলে সেই ধারণাতেই সিলমোহর দিলেন তিনি। আরও একবার বড় মঞ্চে রাখলেন প্রতিভার স্বাক্ষর।

কেরলের হয়ে ঘরোয়া ক্রিকেটে সাধারণত তিন বা চার নম্বরে ব্যাট করতে দেখা যায় সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। কিন্তু দলীপ ট্রফিতে (Duleep Trophy) ভারত-ডি দলে তিনি নেমেছেন ছয় নম্বরে। নতুন পজিশনে মানিয়ে নিতে বিশেষ অসুবিধা হয় নি কেরলের উইকেটরক্ষক ব্যাটারের। মুকেশ কুমার, নীতিশ কুমার রেড্ডি, নভদীপ সাইনিদের মত খেলোয়াড় ছিলেন প্রতিপক্ষের বোলিং লাইন আপে। কিন্তু কোনো রকম সমস্যায় তাঁরা ফেলতে পারেন নি সঞ্জুকে (Sanju Samson)। লাল বলের ম্যাচেও ১০০’র বেশী স্ট্রাইক রেট আগাগোড়া বজায় রেখে খেলে গিয়েছেন তিনি। গতকাল অপরাজিত ছিলেন ৮৯ রান করে। আজ অর্থাৎ ম্যাচের দ্বিতীয় দিন সকালেই ছুঁয়ে ফেলেন শতরানের মাইলস্টোন।

Read More: IND vs BAN 1ST TEST 2024: “বাকরুদ্ধকর পারফর্মেন্স…” বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দুর্দান্ত বোলিং প্রদর্শনের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !!

সঞ্জুর প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া-

Sanju Samson | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

১০১ বলে ১০৬ রান করে আউট হয়েছেন সঞ্জু (Sanju Samson)। ১২টি চার ৩টি ছক্কায় সাজানো তাঁর ইনিংসের সৌজন্যেই ৩৪৯ রানে পৌঁছতে পেরেছে ভারত-ডি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই জনপ্রিয় তিনি। শতকের পর আরও একবার সঞ্জু’র তারিফে ভরেছে ট্যুইটারের দেওয়াল। জাতীয় দলের হয়ে একটানা ম্যাচ খেলার সৌভাগ্য কখনও হয় নি তাঁর। কিছু ম্যাচে সুযোগ পান, তারপর কোনো অজানা কারণে ছেঁটে ফেলা হয় তাঁকে। এই নিয়ে বিসিসিআই-এর প্রতি সঞ্জু (Sanju Samson) সমর্থকদের ক্ষোভ অনেকদিনের। আজকের পারফর্ম্যান্স ফের উস্কে দিয়েছে সেই অনুভূতিই। সরাসরি জয় শাহ’দের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকে। ‘নির্বাচকেরা চেয়ে দেখুন, আর কত দিন কারণে-অকারণে সঞ্জুকে বাদ দেওয়া হবে?’ উঠেছে প্রশ্ন।

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট সিরিজ চলছে। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টটি হওয়ার কথা ২৬ তারিখ থেকে। এখনও দল ঘোষণা হয় নি ম্যাচটির জন্য। অফ ফর্মে থাকা শুভমান গিল বা কে এল রাহুলের বদলে সঞ্জুকে (Sanju Samson) টেস্ট দলে জায়গা করে দেওয়ার দাবী উঠেছে। ‘ও প্রমাণ করেছে যে দীর্ঘতম ফর্ম্যাটে রান করতে ও সক্ষম’ লিখেছেন এক অনুরাগী। ‘প্রথম শ্রেণির খেলায় ১১টা শতরান রয়েছে ওর, তারপরেও কেন ভাবা  হবে না সঞ্জুর কথা?’ রীতিমত জবাবদিহি চাইতে দেখা গিয়েছে কাউকে কাউকে। নেটদুনিয়ায় অনেকেই স্রেফ শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জু’কে। ‘এভাবেই এগিয়ে যাও। সুযোগ নিশ্চয়ই আসবে’ লিখেছেন একজন। ‘বোর্ডের রাজনীতি নিয়ে না ভেবে পারফর্ম করে যাও সঞ্জু। আটকানো যাবে না তোমাকে’ মন্তব্য আরও একজনের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs BAN 1st Test: আকাশ দীপের আগুনে পেসে বিধ্বস্ত বাংলাদেশ, লাঞ্চের আগেই ব্যাকফুটে শান্ত’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *