fans-rejoice-as-india-win-ct-2025

CT 2025: ২০২৪-এর জুন মাসে টি-২০ বিশ্বকাপ জিতেছিলো ভারতীয় দল। সেই সাফল্যের মাস নয়েক পরেই ফের একবার আইসিসি প্রতিযোগিতায় সেরার শিরোপা ‘মেন ইন ব্লু’র হাতের মুঠোয়। দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) বাজিমাত রোহিত শর্মা, বিরাট কোহলিদেরই। ২০০২, ২০১৩ সালের পর তৃতীয় বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারত। অস্ট্রেলিয়াকে টপকে টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল হিসেবে রেকর্ড বইতে নাম তুলে ফেললো তারা। আজ টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santer)। মন্থর বাইশ গজে স্পিন অস্ত্রে আস্থা রেখেই সাফল্য ছিনিয়ে নেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নির্ধারিত ৫০ ওভারে কুলদীপ, বরুণদের দাপটে ২৫১-র বেশী এগোতে পারে নি কিউই শিবির। খেতাবের দিকে এক পা যে এগিয়ে গিয়েছে ভারত, তা ইনিংসের বিরতিতেই শোনা গিয়েছিলো বিশেষজ্ঞদের আলোচনায়।

Read More: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘সোনার ব্যাট’ রচিনের, কিউই শিবিরেই গেলো ‘সোনার বল’ও !!

শুভেচ্ছায় ভাসছেন ক্রিকেটাররা-

Rohit Sharma | CT 2025 | Image: Getty Images
Rohit Sharma | CT 2025 | Image: Getty Images

রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে ইনিংস শুরু করেন রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম ওভারের দ্বিতীয় বলেই মারেন বিশাল ছক্কা। যেভাবে প্রত্যাঘাতের পথে হেঁটে কিউই পেসারদের শুরুতেই বেসামাল করে দিলেন তিনি, তাকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেটদুনিয়া। নেটমাধ্যম ভরেছে হিটম্যান বন্দনায়। ‘রোহিত যেদিন খেলেন সেদিক অন্যদের প্রয়োজন হয় না,’ লিখেছেন এক সমাজমাধ্যম ব্যবহারকারী। ‘অধিনায়ক কাকে বলে তা আজ দেখিয়ে গেলেন রোহিত,’ মন্তব্য আরও একজনের। ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক’ই। তবে শুরুতে যেমনটা মনে হয়েছিলো, ‘মেন ইন ব্লু’র খেতাব জয়ের পথটা কিন্তু ঠিক ততটা মসৃণ হয় নি। নেপথ্যে নিউজিল্যান্ডের হার না মানা মনোভাব। স্পিনের ফাঁদ পেতে ভারতকেও একটা সময় বেকায়দায় ফেলে দিয়েছিলো তারা। শুভমান, কোহলি’রা অল্প সময়ের ব্যবধানেই ফেরেন সাজঘরে।

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে অনেক আশা ছিলো কোহলিকে নিয়ে। কিন্তু ব্রেসওয়েলের শিকার হয়ে মাত্র ১ রানে তিনি আউট হতেই আক্ষেপ শোনা গিয়েছে অনুরাগীদের মধ্যে। ‘গুরুত্বপূর্ণ ম্যাচে এভাবে আউট হওয়া মানা যায় না,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক নেটিজেন। ‘আরও একটা বড় ইনিংস আশা করেছিলাম,’ মন্তব্য আরও একজনের। কোহলির ব্যর্থতা যে আক্ষেপের জন্ম দিয়েছিলো তা অবশ্য পুষিয়ে দিয়েছেন শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেলরা। মিডল অর্ডারে তাঁদের ৬১ রানের জুটিই চাপের মুখে ঢাল হয়ে দাঁড়িয়েছিলো। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই চমৎকার খেলেছেন শ্রেয়স। ৪৮ রানের ইনিংস খেলে আজও তারিফ কুড়িয়ে নেন তিনি। ‘প্রত্যাবর্তনের পর যেন নতুন শ্রেয়সকে চোখে পড়ছে,’ লিখেছেন একজন। ‘অক্ষরকে পাঁচে তুলে আনার সিদ্ধান্তটাও ট্রফি জয়ের অন্যতম কারণ,’ বিশ্লেষণ অন্য এক ক্রিকেটভক্তের।

কটাক্ষের যোগ্য জবাব, মত নেটমাধ্যমের-

IND vs NZ | CT 2025 | Image: Getty Images
IND vs NZ | CT 2025 | Image: Getty Images

জয়ে অবদান রাখলেন কে এল রাহুল ও হার্দিক পান্ডিয়াও। ৩৩ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন কর্ণাটকের ক্রিকেটার। ‘অনভ্যস্ত ছয় নম্বর পজিশনকেও যেভাবে রাহুল আপন করে নিয়েছে, তা প্রশংসার যোগ্য,’ লিখেছেন একজন। ‘চাপের মুখে হার্দিকের চেয়ে ঠাণ্ডা মাথার ক্রিকেটার আমি অন্য কাউকে দেখি নি,’ তারকা অলরাউন্ডারের ভাগ্যেও জুটেছে শুভেচ্ছা। শেষমেশ রবীন্দ্র জাদেজার ব্যাটে জয় সুনিশ্চিত হতেই বাঁধ ভেঙেছে উচ্ছ্বাস। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সবক’টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। গত কয়েক দিন ধরে এই নিয়ে আকারে-ইঙ্গিতে তাদের দিকে নানা তীর্যক মন্তব্য ছুঁড়ে দিচ্ছিলেন অন্যান্য দেশের ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা। আজকের ট্রফি জয় সেই নিন্দুকদের যোগ্য জবাব, মনে করছেন ভারতীয় ফ্যানেরা। ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্তান হামারা,’ এই ধ্বনিই অনুরণিত হচ্ছে ট্যুইটারের দেওয়ালে।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: CT 2025 IND vs NZ Highlights: রুদ্ধশ্বাস ম্যাচে তফাত গড়ে দিলেন রোহিত, নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *