"দলের জন্য বোঝা..." গুজরাতের বিরুদ্ধে চূড়ান্ত ভাবে ব্যার্থ ভেঙ্কটেশ আইয়ার, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !! 1

IPL 2025: গুজরাত টাইটান্স দলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে আবার একবার পিছিয়ে পড়লো কলকাতা নাইট রাইডার্স (KKR vs GT)। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জেতেন কলকাতা নাইট রাইডার্স দলের অধীনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। প্রথমে ব্যাটিং করতে এসে গুজরাত টাইটান্স দলের দুই ওপেনার ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill) এবং সাই সুদর্শনের (Sai Sudarshan) দুজনের ব্যাট থেকেই অর্ধশত রানের ইনিংস দেখতে পাওয়া গিয়েছে। দুজনের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম উইকেটে গুজরাত ১১৪ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল।

রাসেলের বলে প্রথম উইকেট হারায় গুজরাত। যার পর জস বাটলার ও গিলের দুরন্ত ব্যাটিংয়ে প্রথমে ব্যাটিং করে গুজরাত ১৯৮ রানে পৌঁছে গিয়েছিল। ইডেনের উইকেটে আজ ব্যাটসম্যানদের ব্যাট থেকে চার/ছক্কার বৃষ্টি দেখা গেলেও কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটসম্যানদের ব্যাট ছিল নিতান্তই শান্ত। ব্যাট হাতে আজ প্রথম ম্যাচ খেলা রহমানুল্লা গুরবাজ ৪ বলে ১ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। পাওয়ার প্লের ভিতরেই দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স দল। সুনীল নারিন ১৩ বলে ১৭ রান বানিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন। দ্রুত দুই উইকেট হারানোর পর নাইট রাইডার্স দলের হয়ে ক্রিজে উপস্থিত হন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং ভাইস ক্যাপ্টেন ভেকটেশ আইয়ার (Venkatesh Iyer)। গুজরাতের স্পিন আক্রমণের বিরুদ্ধে নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের বেশ সমস্যায় পড়তে হয়েছিল।

Read More: IPL 2025: অপমানের জবাব দিলো বেঙ্গালুরু, বিরাট-দেবদত্তদের তোপের মুখে ধরাশায়ী পাঞ্জাব কিংস !!

গুজরাতের বিরুদ্ধে চূড়ান্তভাবে ব্যার্থ ভেঙ্কটেশ

Ipl 2025
Venkatesh Iyer | Image: Twitter

একদিকে ক্যাপ্টেন রাহানে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন তো ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট ছিল নিতান্তই শান্ত।  আজকের ম্যাচে ভেঙ্কটেশ বাউন্ডারি হাঁকাতেও ব্যার্থ হয়েছেন। ১৯ বলে কেবলমাত্র ১৪ রান বানিয়ে সাই কিশোরের বলে বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন ভেঙ্কটেশ। তার এই ব্যার্থতার পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: মাথায় বাজ ভেঙে পড়লো রাজস্থানের, আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন সঞ্জু স্যামসন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *