IPL 2025: “চুনা লাগিয়ে দিলো…” ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচে চরম ব্যর্থ ভেঙ্কটেশ আইআর, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সামনে প্রায় মাথা টিকে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। আজ আইপিএল ২০২৫ এর (IPL 2025) প্রথম ম্যাচেই অসাধারণ একটি ম্যাচের সাক্ষী থাকছে ক্রিকেট বিশ্ব। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রায় ৬০ হাজার দর্শকের সামনে অসাধারণ একটি ম্যাচ খেলতে দেখা যাচ্ছে দুই দলকে। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতেছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর দলের অধিনায়ক রজত পাতিদার। নিজের প্রথম আইপিএল ম্যাচে অধিনায়কত্ব করতে করতে দেখা যাচ্ছে রজতকে। কলকাতার বিরুদ্ধে বেঙ্গালুরুর সূচনাটা বেশ ভালই ছিল। প্রথম ওভারেই অজি তারকা পেসার জোশ হ্যাজেলউড (Josh Hazlewood) আউট করেন কলকাতার ওপেনার কুইন্টন ডি কককে (Quinton De Kock)। কেবলমাত্র ৪ রান বানিয়ে আজকে শান্ত থাকতে হয়েছে ডি কক কে।

ডি ককের সাথে আজকের ম্যাচে ওপেনিং করতে দেখা গিয়েছিল সুনীল নারায়নকে (Sunil Narine)। ২৬ বলে ৪৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন নারিন। শুধু সুনীল নারিন নন কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে অধিনায়কত্ব করতে থাকা অজিঙ্কা রাহানে আজকের ম্যাচেই অর্ধশতরানের একটি দুর্দান্ত ইনিংস খেললেন। ৩১ বলে ছয়টি চার এবং চারটি ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলে ক্যাপ্টেন রাহানে ক্রুনাল পান্ডিয়ার (Krunal Pandya) বলে নিজের উইকেট হারিয়ে ফেলেন। দশম ওভারে ১০৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে কলকাতা।

জলদি উইকেট হারিয়ে ফেলেন ভেঙ্কটেশ

Ipl 2025
Venkatesh Iyer | Image: Getty Images

তখনই ব্যাটিং করতে আসেন এবারের আইপিএলে তৃতীয় সব থেকে দামি খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। নিলামের মঞ্চে, শ্রেয়াস আইআর (Shreyas Iyer) নন বরং ভেঙ্কটেশ আইআরের উপরেই ভরসা দেখিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে আজকের ম্যাচে একেবারেই ফ্লপ প্রদর্শন দেখালো ভেঙ্কটেশ। ব্যাট হাতে কেবলমাত্র ৭ বলে ৬ রান বানাতে সক্ষম হয়েছেন তিনি। ক্রুনাল পান্ডিয়ার বলে উইকেট হারান নিজের। দ্রুত নিজের উইকেট হারানোর পর সমাজ মাধ্যমে ভেঙ্কটেশকে নিয়ে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

READ Also: IPL 2025 SRH vs RR Match Preview: হায়দ্রাবাদের মাটিতে রাজস্থানের তরুণ অধিনায়কের অভিষেক ম্যাচে বাধা বৃষ্টি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *