আজ আইপিএল ২০২৫’এর (IPL 2025) ৪৮তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে কলকাতার বাঁকি ৫ ম্যাচেই জয় সুনিশ্চিত করার বিশেষ ভাবে প্রয়োজন। আর এই পরিস্থিতিতে আজকের ম্যাচটি তাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচে টস জেতেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।
প্রথমে ব্যাটিং করতে এসে বেশ ভালো সূচনা করেন কলকাতা দলের দুই ওপেনার ব্যাটসম্যান। রহমানুল্লা গুরবাজ ও সুনীল নারিনে মধ্যে মাত্র ৩ ওভারের মধ্যেই ৪৮ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। ১২ বলে ২৬ রান বানিয়ে মিচেল স্টার্কের শিকার হন গুরবাজ। এরপর ক্যাপ্টেন রাহানে ও সুনীল নারিন পাওয়ার প্লের ভিতর ৭৯ রান বানিয়ে ফেলেছিলেন। পাওয়ার প্লে শেষ হতেই ১৬ বলে ২৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় সুনীলকে। পরের ওভারেই ১৪ বলে ২৬ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন ক্যাপ্টেন রাহানেও। ৯১ রানে ৩ উইকেট হারানোর পর কেকেআরের হয়ে ব্যাটিং করতে আসেন ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)।
Read More: IPL 2025: শতকের পরদিনই বয়স বিতর্কে বৈভব, কারচুপির অভিযোগ খতিয়ে দেখবে বিসিসিআই !!
মাত্র ৭ রান বানিয়ে আউট হলেন ভেঙ্কটেশ

এই মৌসুমে ২৩.৭৫ কোটির মোটা টাকায় কেকেআর দলে খেলার সুযোগ পান ভেঙ্কটেশ। তবে, নিজের নামের প্রতি আজকেও সুবিচার করতে পারলেন না। আজকের ম্যাচে ভেঙ্কটেশ কেলবমাত্র ৭ রান বানাতেই সক্ষম হন। ৫ বল খেলে মাত্র একটি বাউন্ডারির সাহায্যে ৭ রান বানিয়ে অক্ষর প্যাটেলের বলে বিপ্রজ নিগমের হাতে সহজ ক্যাচ তুলে দেন। চলতি আইপিএলে ভেঙ্কটেশ এই নিয়ে ৪ বার একক সংখ্যার স্কোরে আউট হলেন। তার এই ব্যার্থতার পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
সমাজ মাধ্যমে এক ভক্ত লিখেছেন, “শীঘ্রই ওকে দল থেকে ছেঁটে ফেলা উচিত।” “ওর জন্যই আমরা প্রতি ম্যাচে হারছি।” – বলে দাবি করেছেন এই নেটিজেন। অন্য এক ভক্ত লিখেছেন, “ওর মধ্যে কি যোগ্যতা ছিল যে ও ২৩.৭৫ কোটি টাকা পায় ?” আবার এক ভক্ত লিখেছেন, “ভেঙ্কটেশ আইয়ার আইপিএলের আর এক ধরণের জালিয়াতি।“