IPL 2025: অবশেষে ফর্মে ফিরেছেন কলকাতা নাইট রাইডার দলের তারকা খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (KKR) মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH)। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cunmins)। সানরাইজার্সের সূচনা হয়েছিল দুরন্ত, প্রথম ৩ ওভারের মধ্যেই দুই উইকেট হারাতে হয়েছিল কলকাতা দল। আজকের ম্যাচেও ফ্লপ হয়েছেন কুইন্টন ডি কক, ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তাছাড়া, সুনীল নারিন মাত্র ৭ রান বানিয়ে আউট হয়ে যান।
Read More: IPL 2025: “এই খেলাটাই চাই…” ইডেনের বাইশ গজে তাণ্ডব রিঙ্কু-ভেঙ্কটেশের, চুটিয়ে উপভোগ করলো নেটজনতা !!
দ্রুত দুই উইকেট হারানোর পর ব্যাটিং করতে আসেন ক্যাপ্টেন রানা এবং রঘুবংশী দুজনের ব্যাট থেকেই আজকে দুর্দান্ত ইনিংস দেখতে পাওয়া গিয়েছে। ৫১ বলে ৮১ রানের পার্টনারশিপ করেছিলেন দুজন। ব্যাট হাতে ক্যাপ্টেন রাহানে ২৭ বলে একটি চার ও চারটি ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলেন পাশাপাশি রঘুবংশীর ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা এসেছিল। ৫০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। নাইট রাইডার্স দল ৪ উইকেট হারালে দলের বাকি দায়িত্ব তুলে নিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) এবং রিংকু সিং (Rinku Singh) নিজেদের কাঁধেই।
ফর্মে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার

ব্যাট হাতে, ভেঙ্কটেশ আজকের ম্যাচে ২৯ বলে ৭টি চার এবং ৩টি ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে সংবাদ মাধ্যমের শিরোনাম উঠে আসেন। ভেঙ্কটেশ আইয়ারের সাথে জুটি বাধেঁন রিংকু সিংহ (Rinku Singh)। দুজনের মধ্যে ৪১ বলে ৯১ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। গত দুই ইনিংসে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকে সেভাবে কোনো বড় স্কোর দেখা যায়নি। এবারের আইপিএলে ২৩.৭৫ কোটিতে কলকাতা দলে শামিল হয়েছিলেন তিনি। তবে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ৭ বলে ৬ এবং মুম্বাইয়ের বিরুদ্ধে ৯ বলে ৩ রান বানান। দুই ম্যাচে তার ইনিংসের ব্যর্থতার পর আজ ভেঙ্কটেশ আইয়ারের দুরন্ত পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।