“ভারতীয় ক্রিকেটের ব্ল্যাক ডে….” বাংলাদেশের বিরুদ্ধে অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপ ফাইনালে হারলো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু চর্চা !! 1

দিনের শুরুতে ভারতীয় পুরুষ দল (Team India) অস্ট্রেলিয়া পুরুষ দলের কাছে দুরমুশ হয়েছে। তার কিছুক্ষন পরেই ভারতীয় নারীরা আবার অজি নারী দলের বিরুদ্ধে সিরিজ হেরেছে। আবার দিন শেষে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পরাজয় নিয়ে আজ ভারতীয় ক্রিকেটে একটি অন্ধকারাছন্ন দিনের সাক্ষী থাকলো ভারতীয় ক্রিকেট ভক্তরা। দুবাইয়ের অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতকে পরাস্ত করলো বাংলাদেশ দল। বাংলাদেশের বিরুদ্ধে পরাজয় মানতে পারছে না ক্রিকেট প্রেমীরা। আজকের মেগা ফাইনালের কথা বলতে গেলে, টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন ভারতীয় অনুর্দ্ধ ১৯ দলের অধিনায়ক মহম্মদ আমান।

দুবাইয়ের কঠিন পিচে ১৯৮-রানে শেষ হয়েছিল বাংলাদেশের ব্যাটিং। ব্যাট করতে নামা বাংলাদেশি কোনো ব্যাটসম্যানই ৫০ রানের গন্ডি টপকাতে পারেনি। দলের হয়ে মোহাম্মদ শিহাবের ব্যাট থেকে এসেছে ৪০। তাছাড়া, ৬৫ বলে সর্বাধিক ৪৭ রানের ইনিংসটি খেলেন মোহাম্মদ রিজান হোসেন। শেষের দিকে উইকেটরক্ষক ফরিদ হাসান ফয়সলের ৩৯ রানের ইনিংসে ৫০তম ওভারের প্রথন বলে শেষ হয়েছিল বাংলাদেশের ব্যাটিং। ভারতীয় দলের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন যুধাজিৎ গুহ, চেতন শর্মা এবং হার্দিক রাজ।

Read More: IND vs AUS 2nd Test: গোলাপি বলে দাপট অস্ট্রেলিয়ার, অ্যাডিলেডের দ্বৈরথে তৈরি হলো ১১ টি নয়া রেকর্ড !!

ভারতকে হারিয়ে অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপ জয় করলো বাংলাদেশ

u19-asia-cup-india-loses-to-bangladesh, team india
IND vs BAN | Image: Getty Images

যদিও বাংলাদেশের বানানো স্বল্প রান ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলের কাছে বৃহৎ হতে শুরু করে। দ্বিতীয় ওভারে ইনফর্ম আয়ুশ মাথরে ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন, এমনকি পাওয়ার প্লের ভিতরেই সদ্য আইপিএলে কোটিপতি হওয়া বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ৭ বলে ৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতেই ভারতের উপর চাপ বেড়ে যায়। ভারতীয় দলের হয়ে মিডিল অর্ডারে ব্যাটিং করতে আসা আন্দ্রে সিদ্ধার্থ সি, কে পি কার্তিকেয় এবং ক্যাপ্টেন মোহাম্মদ আমান চেষ্টা চালালেও কারোর ইনিংস দিঘস্থায়ী হয়নি। সিদ্ধার্থ ২০, কার্তিকেয় ২১ এবং ক্যাপ্টেন আমান সর্বাধিক ২৬ রানের ইনিংস খেলেন।

একেরপর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে আসে দল, শেষের দিকে হার্দিক রাজ দ্রুত ২৪ রানের ইনিংস খেলেও দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছাতে ব্যার্থ হন। ৩৬তম ওভারের দ্বিতীয় বলে ১৩৯ রানে থমকে যায় ভারতীয় দলের ইনিংস। ৫৯ রানে এশিয়া কাপের মঞ্চে বড় জয় ছিনিয়ে নিলো বাংলাদেশ। ওপার বাংলার ইকবাল হোসেন ইমন ও মোহাম্মদ আজিজুল হাকিম তামিম তিনটি করে উইকেট নিয়েছেন। ভারতীয় দলের এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Team India: স্বপ্নভঙ্গ ভারতের, অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপের ফাইনালে জয়ী বাংলাদেশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *