“চোকার্স দের সর্দার…” রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৭৫ রান বানিয়ে সমাজ মাধ্যমে ট্রোলের শিকার SRH !! 1

আজকের আইপিএলের (IPL 2024) দ্বিতীয় কোয়ালিফায়ারের মেগা ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস (SRH vs RR)। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান দয়ালের ক্যাপ্টেন স্যামসন (Sanju Samson)। সানরাইজার্স দলের হয়ে প্রথমে ব্যাটিং করতে এসে প্রথম ওভারেই প্যাভিলিয়নের ফেরেন ইনফর্ম অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাঁচ বলে একটি চার ও একটি ছক্কার বিনিময়ে কেবলমাত্র ১২ রান বানিয়েছেন তিনি। তবে গত দুই ম্যাচে দলে ফিরে এসে ফর্ম খুঁজে পেয়েছেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi) আজকেও দলের দুর্দান্ত ব্যাটিং করে দেখালেন রাহুল। ১৫ বলে ৫ টি চার ও ২টি ছক্কার বিনিময় ৩৭ রানের বিধ্বংসী খেলেছেন।

১৭৫’রানে শেষ হলো SRH’এর ব্যাটিং

SRH vs RR, IPL 2024
SRH vs RR | Image: Getty Images

শেষ কয়েকটি ম্যাচে সুযোগ না পাওয়া এইডেন মার্কারাম (Aiden Markram) আজকের ম্যাচে খেলার সুযোগ পান তবে আজকের ম্যাচেও দুই বলেম্যাচে কেবলমাত্র ১ রান বানিয়েছেন তিনি। অভিষেক, রাহুল ও মার্করামকে পাওয়ারপ্লের ভিতরেই প্যাভিলিয়নের ফেরান ট্রেন্ট বোল্ট (Trent Boult)। দলের হয়ে সর্বাধিক ৩৪ বলে ৪টি ছক্কা বিনিময়ে ৫০ রান বানিয়েছেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klassen)। তবে শেষের দিকে কোন ব্যাটসম্যান রান বানাতে সক্ষম হননি। ১০ বলে কেবল মাত্র ৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন নীতিশ রেড্ডি এবং প্রথম বলেই আব্দুল সামাদ (Abdul Samad) প্যাভিলিয়নে ফেরেন।

অভেষ খানের (Avesh Khan) পরপর দুই বলে দুই উইকেট হারায় সানরাইজার্স। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে প্রথম ইনিংসে হায়দ্রাবাদ দল শাহবাজ আহমেদকে (Shahbaz Ahamed) কে নামায়, ব্যাটিং করতে হয়েছে একাধিক বল নষ্ট করেছেন তিনি, ১৮ বলে কেবলমাত্র ১৮ই রান বানিয়েছেন তিনি। শেষের দিকে কামিন্স ও উনাদকাটের দৌলতে সানরাইজার্স দলের ব্যাটিং ১৭৫ রানে শেষ হয়। SRH’এর ফ্লপ ব্যাটিংয়ের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2024: ক্লাসেনের অর্ধশতকে মানরক্ষা সানরাইজার্সের, প্রতিপক্ষকে ১৭৫ রানের মধ্যেই বেঁধে রাখলো রাজস্থান রয়্যালস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *