“তোমায় মিস করবো গুরু…” শিরোপা জিতে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা, সমাজ মাধ্যম জুড়ে শোকের ছায়া !! 1

Rohit Sharma: দক্ষিণ আফ্রিকাতে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে এই নিয়ে চতুর্থবার শিরোপা জয় করল টিম ইন্ডিয়া ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করে টিম ইন্ডিয়া এরপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ এবং ২০১১ সালে এসেছিল টি-টোয়েন্টি ওডিআই বিশ্বকাপের খেতাব এরপর ২০২৩ সালে ভারতীয় দলের কাছে বিশ্বকাপ জয়ের সুযোগ থাকলেও ভারত তা থেকে বঞ্চিত থাকে তবে এবার ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে ভারতীয় দল তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি শিরোপা এবং চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয় করল ভারতীয় দলের অধিনায়ক সম্মান নেতৃত্বে এই কীর্তিমান রচনা করলো টিম ইন্ডিয়া।

গতকাল খেলার কথা বলতে গেলে প্রসেজিতের প্রথমে ব্যাটিং করা সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাটিং করতে এসে বিরাট কোহলির অনবদ্য ৭৬ রান অক্ষর প্যাটেলের ৪৭ এবং শিভম ডুবে কথা স্থানের দৌলতের টিম ইন্ডিয়া ১৭৭ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় এই রান তারা করতে এসে ভেতরে হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকার ওভারে দক্ষিণ আফ্রিকার পিছিয়ে পড়ে ভারত তবে শেষ তার ওভারে ভারতীয় দল সারা বিশ্বকে বুঝিয়ে দেয় কেন তারা এই এক নম্বর দল মাত্র ৭ বিশ্বকাপ ফাইনাল জয় করে নেয় ভারত।

অবসর নিলেন রোহিত-কোহলি

Rohit Sharma and Virat Kohli
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

শিরোপা জয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতীয় দলের দুই কিংবদন্তি রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। ম্যাচ সেরা হওয়ার পর কোহলি তার অবসরের কথা জানিয়ে দেন এরপর সাংবাদিক সম্মেলন রোহিত শর্মাও এই ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করে দেন। রোহিত জানান, “এটাই আমার শেষ ম্যাচ ছিল। বিদায় জানানোর জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। আমি যখন থেকে ভারতের হয়ে ক্রিকেট খেলা শুরু করেছি তখন থেকেই আমি এই ফর্ম্যাটটি উপভোগ করেছি। আমি এটার প্রতিটি মুহূর্ত ভালোবাসি, আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যা চেয়েছিলাম তাই হয়েছে। আমার স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতার, তা পূরণ হলো।”

পাশপাশি রোহিত শর্মার আন্তর্জাতিক T20 ক্যারিয়ার সম্পর্কে কথা বলতে গেলে, তিনি ভারতের হয়ে সর্বাধিক ১৫৯ টি ম্যাচ খেলেছেন। এই সময়কালে, তিনি ৩২.০৫ গড়ে সর্বাধিক ৪২৩১ রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল ১৪০.৮৯ ও তিনি ৫টি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

দেখেনিন টুইট

Read Also: Rohit Sharma: “সরে যাওয়ার এটাই আদর্শ সময়…” বিরাটের পর টি-২০ ক্রিকেট থেকে অবসর রোহিত শর্মা’রও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *