আবার একবার ব্যাট হাতে ব্যার্থ ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স (GT vs MI)। আজকের ম্যাচের কথা বলতে গেলে মুম্বাইকে ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রথম ম্যাচে ব্যান থাকার কারণে খেলতে পারেনি হার্দিক, তবে আজ ফিরে এসেছেন তিনি। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভিতর দুর্দান্ত সূচনা দিয়েছিলেন সাই সুদর্শন (Sai Sudarshan) এবং শুভমান গিল (Shubman Gill) দুজনের ব্যাট থেকেই রান দেখা গিয়েছে।
পাওয়ার প্লের মধ্যে গুজরাট দল ৬৬ রান বানিয়ে ফেলেছিল কোন উইকেট না হারিয়ে যাই। ক্যাপ্টেন শুভমান গিল ২৭ বলে ৩৮ রানের একটি দ্রুত ইনিংস খেলে গুজরাটের ভয়ে সর্বাধিক ৪১ বলে ৬৩ রানের ইনিংস খেলেন সুদর্শন। তিনে ব্যাটিং করতে এসে ২৪ বলে ৩৯ রানের একটি দুর্দান্ত দেখতে পাওয়া গিয়েছিল জস বাটলারের (Jos Buttler) ব্যাট থেকে। তাছাড়া, শেরফরেন রাদারফোর্ডের ব্যাট থেকে ১১ বলে ১৮ রানের ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল। যার দৌলতে ৮ উইকেটে ১৯৬ রান বানাতে সক্ষম হয়েছিল গুজরাত টাইটান্স।
Read More: IPL 2025: ম্যাচের মাঝেই অধিনায়কত্ব কেড়ে নিলেন রোহিত, হিটম্যানের কাণ্ডে অবাক হার্দিক পান্ডিয়া !!
জলদি প্যাভিলিয়নে ফেরেন রোহিত

জবাবে ব্যাটিং করতে এসে মুম্বাইয়ের শুরুটা একেবারেই ভালো হলো না। গুজরাতের হয়ে প্রথম ওভারে বোলিং করতে আসেন মোহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং মুম্বইয়ের হয়ে ওপেনিং করতে এসেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও রিয়ান রিকেলটন (Ryan Rickelton)। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় বলেই চার হাঁকান রোহিত শর্মা এবং তৃতীয় বলে লেগ স্ট্যাম্পের বাইরে বোলিং করেন সিরাজ সেখানেও চার জুড়ে দেন রোহিত। তবে, এরপর সিরাজ রোহিতকে লেন্থে বল করেন যা স্ট্যাম্পের মাথায় লাগে এবং রোহিতকে নিজের উইকেট হারাতে হয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে খাতা না খুলে প্যাভিলিয়নে পেয়েছিলেন রোহিত। আজকের ম্যাচের চার বল খেলে ৮ রান বানিয়ে আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখেনিন টুইট
Like this Post if you think Rohit Sharma should retire asap.#GTvMI pic.twitter.com/H8jG6iJq8A
— Krishna. (@KrishVK_18) March 29, 2025
Siraj isn't effective according to Rohit Sharma 😭 pic.twitter.com/ugpIUEkGKP
— Pari (@BluntIndianGal) March 29, 2025
Rohit sharma in every match #GTvMI #MIvsGT pic.twitter.com/gHAA2p0WFc
— भाई साहब (@Bhai_saheb) March 29, 2025
Rohit Sharma was Never made for cricket. https://t.co/1W7BVQ5Px1 pic.twitter.com/XQQ8hQfv7N
— Saurav (@Saurav_viratian) March 29, 2025
80th Single Digit Dismissal for Rohit Sharma in IPL 💔🥲#GTvsMI pic.twitter.com/QEGeESYTAk
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) March 29, 2025
My maggi is not ready yet, Hittu bro. 😭#MIvsGT #RohitSharma pic.twitter.com/pHWgvc2OWw
— Honest Kohli Fan™💚❤️ (@KingEra_18) March 29, 2025