"ওদের ব্যান করা উচিত..." ব্যাঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মেজাজ হারালেন ভক্তরা, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

লর্ডসে ভারতীয় দলের পরাজয়ের পাশাপশি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ নিয়ে হুলুস্থুল কান্ড শুরু হয়েছে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (RCB) উপর বড় অভিযোগ করেছে কর্ণাটক সরকার। জুনের প্রথম সপ্তাহে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। ১৮ বছরে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয়ী সম্মেলনীর আয়োজন করেছিল টিম ম্যানেজমেন্ট। আর সেই বিজয়া সম্মেলনীতে ভক্তদের ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ১১ জন ক্রিকেট ভক্ত। এবার কর্ণাটক হাইকোর্টের কাছে আরসিবির নামেই দোষারোপ করেছে কর্ণাটক সরকার। যার পরেই সমাজ মাধ্যম জুড়ে ‘বয়কট আরসিবি’ – এর ডাক উঠেছে।

প্রসঙ্গত, দীর্ঘ ১৮ বছর ধরে আরসিবি ভক্তরা আইপিএল জয়ের অপেক্ষায় ছিল। ২০২৫ সালে ১৮তম মৌসুমে প্রথম বারের জন্য আইপিএল খেতাব জয় করলো টিম আরসিবি। আর প্রথম জয় উদযাপনের স্বার্থে সমাজ মাধ্যমে বেশ কিছু পোস্টে ভক্তদের সেই বিজয়ী অনুষ্ঠানে শামিল হওয়ার আর্জি জানিয়েছিলেন বিরাট কোহলিরা। তবে, আরসিবি’র এই বিজয়োৎসবের জন্য কোনও পুলিসের কাছে অনুমতিই চাওয়া হয়নি বলে দাবি জানিয়েছে রাজ্য সরকার। এমনকি আরসিবি তথা ভারতের স্টার প্লেয়ার বিরাট কোহলির (Virat Kohli) নামেও অভিযোগ করেছে কর্ণাটক সরকার। হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে সরকার দাবি করেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ও কর্নাটকের রাজ্য ক্রিকেট সংস্থা অনুষ্ঠানের জন্য পুলিসকে চিঠি দিয়েছিল। তবে, ফ্রাঞ্চাইজিটি পুলিশি বন্দোবস্তের জন্য কোনো আবেদন করেনি। এমনকি ভিড় নিয়ন্ত্রনের জন্য আরসিবি উপযুক্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলেও জানিয়েছে রাজ্য সরকার।

Read More: চতুর্থ টেস্টের আগে শক্তি বাড়লো টিম ইন্ডিয়ার, খেলতে রাজি কিংবদন্তি তারকা !!

RCB ম্যানেজমেন্টকেই দোষারোপ করলো রাজ্য সরকার

ipl-2025-kkr-error-led-to-rcb-triumph
RCB | Image: Getty Images

এছাড়া, ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত কোনো ব্যবস্থা রাখেনি বলে জানিয়েছে রাজ্য সরকার। কেবলমাত্র গাফিলতির কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে দাবি জানিয়েছে সরকার। এই পদপিষ্টের ঘটনার পর আরসিবি ম্যানেজমেন্টকে একহাত নিলো ভক্তরা। আরসিবি ম্যানেজমেন্টের উপর অভিযোগ উঠেছে যে, এই পদপিষ্টে প্রাণ হারানো ভক্তদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেনি আরসিবি ম্যানেজমেন্ট। এক ভক্ত মন্তব্য করে লিখেছেন, “টিম ম্যানেজমেন্টের গাফিলতির জন্য এসব ঘটেছে।”, অন্য এক ভক্ত লিখেছে, “আরসিবিকে বয়কট করা উচিত।” অন্য এক ভক্ত লিখেছেন, “কোহলি বা দলের কারোর কোনো আক্ষেপ নেই।” অন্য এক ভক্ত লিখেছেন, “পরের মৌসুম থেকে এদের ব্যান করা উচিত।”

দেখেনিন টুইট চিত্র

Read Also: ভুলের খেসারত! IPL থেকে ব্যান হতে পারে RCB, বড়সড় বিপাকে কোহলির দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *