"অতি চালাকের গলায় দড়ি..." দশম স্থানে সিজিন শেষ করার পর সমাজ মাধ্যমে ট্রোলের মুখে মুম্বই পল্টন !! 1

পরাজয় দিয়েই আইপিএল ২০২৪’এর (IPL 2024) সিজিন সমাপ্ত করলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। লখনৌ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে ১৮ রানে পরাজিত হতে হলো মুম্বই ইন্ডিয়ান্সকে। ম্যাচের কথা বলতে গেলে টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় লখনৌ। এমনকি আজকের ম্যাচে প্রমোশন হওয়া দীপক হুদার (Deepak Hooda) ব্যাট ছিল শান্ত। ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় লখনৌ দল। তবে ব্যাটিং করতে আসা নিকোলাস পুরান (Nicholas Pooran) আজ তার নিজের জাত চেনালেন। চলতি আইপিএলে আপাতত সর্বাধিক ছক্কার (৩৬) রেকর্ডটি গড়ে ফেললেন এই পাওয়ার হিটার ব্যাটসম্যান।

আজ তিনি মুম্বইয়ের দুর্বল বোলিং আক্রমণের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৭৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন।তার ইনিংস জুড়ে দেখা গিয়েছে পাঁচটি চার ও আটটি দানবীয় ছক্কা। পুরানের সঙ্গ দিয়েছিলেন ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul)। ব্যাট হাতে রাহুল ধরে রাখার কাজ করছিলেন, আজ তিনি চলতি মরশুমে ৫০০ রানের গন্ডিও টপকে গেলেন। ৩টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির বিনিময়ে ৪১ বলে ৫৫ রানের একটি লড়াকু ইনিংস খেলেন LSG দলের অধিনায়ক রাহুল। প্রথম ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২১৪ রান বানিয়ে ফেলে লখনৌ।

Read More: মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ম্যাচ খেললেন রোহিত শর্মা, চোখে জল নিয়ে ছাড়লেন দল !!

১৯৬ রানে শেষ হয় মুম্বই দলের ব্যাটিং

Mi vs lsg, ipl 2024
MI vs LSG | Image: Getty Images

এই রান তাড়া করতে এসে ১৯৬ রানে শেষ হয় মুম্বই দলের ব্যাটিং। দলের হয়ে সর্বাধিক ৩৮ বলে ৬৮ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তার ইনিংস জুড়ে ছিল ১০টি চার ও তিনটি ছক্কা। তাছাড়া শেষের দিকে ২৮ বলে ৬২ রানের লড়াকু ইনিংস খেলেন নমন ধীর (Naman Dhir)। নমনের ইনিংস জুড়ে দেখা গিয়েছে চারটি চার ও পাঁচটি ছক্কা। দলের হয়ে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ২০’রানের গন্ডি অতিক্রম করেন ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। তিনি ২০ বলে ১টি চার ও ২টি ছক্কার সহযোগে ২৩ রান বানিয়েছিলেন। ১৯৬ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস, ১৮ রানে আজকের এই ম্যাচে পরাজিত হলো মুম্বই ইন্ডিয়ান্স।

দেখেনিন টুইট

Read Also: IPL 2024: শেষ ম্যাচেও পরাজিত হলো মুম্বই ইন্ডিয়ান্স, ১৮ রানে জয় সুনিশ্চিত করলো LSG !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *