“মহামানবীয় কাজ…” দ্বিতীয় ইনিংসে অজি ব্যাটসম্যানদের তছনছ করলেন জসপ্রীত বুমরাহ, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

Jasprit Bumrah: জমে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট সিরিজ। সকলের শুরুতে উইকেট হারিয়ে ফেলেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Reddy)। ১৮৯ বলে ১১৪ রানের রুদ্ধশ্বাস ইনিংস খেলেন নীতিশ এবং ভারতকে ৩৬৯ রানে পৌঁছে দেন। ১০৫ রানের লিড নিয়ে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া দল। শুরুতেই তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে প্যাভিলিয়নে ফেরান জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম সেশনে মোহাম্মদ সিরাজ উসমান খাজাকে প্যাভিলিয়নে ফেরান। খাজা ২১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর মধ্যাহ্নভোজনের বিরতির পর ভারতীয় দলের বোলিং আরও শক্তিশালি হয়ে ওঠে। গত ইনিংসের শতক বীর স্টিভেন স্মিথকে (Steven Smith) ১৩ রানেই প্যাভিলিয়নে ফেরায়। ৮০ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর জসপ্রীত বুমরাহের সমানে আজ টিকতে পারেননি ট্রেভিস হেড (Travis Head) ও মিচেল মার্স (Mitchell Marsh) দুজনেই। হেড মাত্র ১ এবং মার্স খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। এখানেই থেমে থাকেনি বুমরাহ। আলেক্স ক্যারিকে প্যাভিলিয়নে ফেরান বুমরাহ। চলতি টেস্টের প্রথম ইনিংসে ৯৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে আবার চার উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করলেন। সমাজ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: টেস্ট ক্রিকেটে বন্ধ হচ্ছে ঋষভ পন্থের হাওয়া-পানি, এই তরুণ খেলোয়াড় করবেন ছুটি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *