এশিয়া কাপ ২০২৫–এর (Asia Cup 2025) স্কোয়াড ঘোষণা নিয়ে শুরু হয়েছে প্রবল আলোচনা। সেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ক্রিকেট বিশ্বে তিনি এই মুহূর্তে সবথেকে সেরা বোলার। যেকোনো ফরম্যাটেই তিনি তাঁর দাপট দেখিয়ে এসেছেন। সদ্য, ইংল্যান্ড সিরিজের পর তিনি বিসিসিআইকে আসন্ন এশিয়া কাপে উপলব্ধি থাকার বিষয়ে জানিয়ে দিয়েছিলেন। তবে, প্রশ্ন উঠছে – এই মুহূর্তে তাঁকে দলে নেওয়ার আসলেই কোনও প্রয়োজন ছিল কিনা ?
প্রথমত, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে বুমরাহ নিয়মিত সাদা বলের কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়া সফরে চোট পেয়েছিলেন বুমরাহ, যে কারণে তিনি দীর্ঘ সময় বাইরে ছিলেন। ভারতের হয়ে বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে শুরু করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে অসাধারণ খেললেও তাঁর ম্যাচ ফিটনেস নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। বুমরাহের বোলিং দক্ষতা নিয়ে কারও কোনও সংশয় না থাকলেও, ধারাবাহিকভাবে মাঠে না নামায় তাঁর শরীর সেই পুরনো ছন্দে নেই বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। মোহম্মদ কাইফের (Mohammed Kaif) মতন সাবেক ভারতীয় খেলোয়াড়রা বুমরাহকে টেস্ট ক্রিকেট থেকে আলবিদা জানানোর আর্জি জানিয়েছেন।
Read More: TOP 5: এশিয়া কাপের আগে চাপে টিম ইন্ডিয়া, এই পাঁচ কারণে ‘ফেভারিট’ বলা যাচ্ছে না সূর্যকুমারদের !!
এশিয়া কাপ দলে সুযোগ পেলেন বুমরাহ

দ্বিতীয়ত, ভারতের বর্তমান পেস আক্রমণ যথেষ্ট ভারসাম্যপূর্ণ। বিশেষ করে UAE’তে যখন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে তখন পেসারদের তুলনায় স্পিনারদের বেশি সুবিধা থাকবে। ইংল্যান্ডে ৫ ম্যাচের টেস্ট সিরিজে বুমরাহ ৩টি ম্যাচে খেলবেন বলে ঠিক করেছিলেন। এমন অবস্থায় বুমরাহকে নিয়ে ঝুঁকি নেওয়া কি প্রয়োজন ছিল? সামনে ভারতের বেশ কয়েকটি সাদা বলের সিরিজ রয়েছে এবং এই ফরম্যাটে টেস্ট ফরম্যাটের থেকে কম খাটনি, তাই বুমরাহকে স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই কর্মকর্তারা। বড় টুর্নামেন্টে বুমরাহের অভিজ্ঞতা, ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার এবং চাপ সামলানোর ক্ষমতা ভারতের জন্য বাড়তি সম্পদ।
সব মিলিয়ে বলা যায়, এশিয়া কাপ ২০২৫–এ বুমরাহর অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা রয়েইছে। বেশ কিছু ভক্তের দাবি, তাঁর জায়গায় তরুণদের সুুুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। সমাজ মাধ্যমে এক ভক্ত লিখেছেন, “এই পাকিস্তান বাংলাদেশকে হারাতে বুমরাহকে লাগবে ?”, অন্য এক ভক্ত লিখেছেন, “বুমরাহকে দলে নিও না আবার কখন বলে বসলো আমি ২ ওভারের বেশি বোলিং করবো না।” অন্য এক ভক্তের দাবি, “বুমরাহ তো আবার চোট পাবে।”