"পিটিয়ে ছাতু করে দিলো..." শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২ রান বানালো ভারত, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

Asia Cup 2025: নিয়মরক্ষার ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। আজকের ম্যাচে টস জেতেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আশালঙ্কা (Charith Ashalanka)। এই টুর্নামেন্টে তৃতীয় বারের জন্য প্রথমে ব্যাটিং করতে এসেছে ভারতীয় দল। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও শিবম দুবেকে (Shivam Dube) শুরু থেকেই আগ্রাসন দেখানোর প্রচেষ্টা ছিল। তবে, শুরুতেই উইকেট হারিয়ে ফেলেছিলেন শুভমান গিল (Shubman Gill)। ৩ বলে ৪ রান বানিয়ে উইকেট হারিয়েছিলেন তিনি। তবে, রানের ধারা অব্যহত রেখেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাওয়ার প্লের ভিতরে ভারতীয় দল ১ উইকেটে ৭১ রান তুলে ফেলেছিল। পাওয়ার প্লের ভিতরেই মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি করে ফেলেছিলেন। এই নিয়ে পরপর তিন ম্যাচে হাফ সেঞ্চুরি থাকালেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।

২০২ রান বানালো টিম ইন্ডিয়া

Asia cup 2025
Tilak Varma | Image: Getty Images

যদিও অধিনায়ক সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাট নিতান্তই শান্ত ছিল। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খাতা খুলতে ব্যর্থ হয়েছিলেন স্কাই। আজকের ম্যাচে ব্যাটে বল লাগাতে পারছিলেন না তিনি। ১৩ বলে ১২ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন স্কাই। ভারতীয় দলের হয়ে আগ্রাসী সূচনা দেন অভিষেক। আজকের ম্যাচেও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিষেক। পরপর ৩ ম্যাচে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন তিনি।  ব্যাট হাতে অভিষেক ৩১ বলে ৬১ রানের আগ্রাসী ব্যাটিং করেন। তাছাড়া, ২৯ বলে ৩৯ রান বানান সঞ্জু স্যামসন। পছন্দের সহস্র নম্বরে ব্যাটিং করতে এসে তিলক ৩৪ বলে ৪৯ রান বানিয়েছেন। ১৫ বলে ২১ রানের ইনিংস খেলেন অক্ষর এবং ভারতীয় দল ৫ উইকেটে ২০২ রান বানাতে সক্ষম হয়েছিল।

Read More: Asia Cup 2025 IND vs PAK Final: আতসকাঁচের নীচে সূর্যের ফর্ম, শিবমকে নিয়েও রয়েছে চিন্তা, ফাইনালের একাদশে চমক টিম ইন্ডিয়ার !!

ভারতের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছে ক্রিকেট ভক্তরা। সমাজ মাধ্যমে এক ভক্ত লিখেছেন, “ভারত তো একেবারে ম্যাচ প্র্যাকটিস করছে মনে হয়।” এক ভক্তের দাবি, “শ্রীলঙ্কাকে নিয়ে ছেলে খেলা করছে ভারত।” এক ভক্ত লিখেছেন, “শুভমান আর সূর্যকুমার দলে কি করছেন ? ওরা কি রান বানাবে আর ?” আর এক ভক্ত লিখেছেন, “ক্যাপ্টেন সূর্য দলের বোঝা হয়ে উঠছে দিন দিন।” আর এক ভক্ত লিখেছেন, “ভারত তো সহজেই এই ম্যাচ জিতে যাবে।”

দেখেনিন টুইট

https://Twi.com/indian_Cricket4/status/1971614681233240558

Read Also: TOP 3: এমন ৩ টি কারণ যার জন্য বড়ো টুর্নামেন্টগুলিতে ভরাডুবি হয় বাংলাদেশের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *