"মুখ লুকানোর জায়গা থাকতো না..." সুপার ওভারে শ্রীলঙ্কাকে পরাস্ত করলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার (IND vs SL) ম্যাচ গড়ায় নাটকীয় সুপার ওভারে। টসে হেরে ব্যাট করতে নেমে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড় খাড়া করেছিল। ভারতের ব্যাটিং ইনিংসের কথা বলতে গেলে, ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা (Abhishek Sharma) আবার একবার আগ্রাসী ব্যাটিংয়ে ভক্তদের মন জিতলেন। ৩১ বলে ৬১ রানের বিধ্বংসী ব্যাটিং করেন অভিষেক। মধ্য ওভারে সঞ্জু স্যামসনের (Sanju Samson) ২৩ বলে ৩৯ এবং তিলক ভার্মার (Tilak Varma) ৩৪ বলে ৪৯ রানের ইনিংস ভারতকে ২০ ওভারে ২০২ রানে পৌঁছে দেয়।

সুপার ওভারে ম্যাচ জিতলো ভারত

asia-cup-2025-india-vs-sri-lanka-match-report
Team India | Image: Getty Images

বোর্ডে রান অনেক থাকলেও শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা আজ ছন্দে ছিলেন। প্রথম ওভারে কুশল মেন্ডিস (Kushal Mendis) আউট হয়ে গেলেও পথুম নিশাঙ্কা (Pathum Nissanka) ও কুশল পেরেরা (Kushal Parera) দারুণ শুরু এনে দেন। দুজন মিলে ১২৭ রানের জুটি গড়ে ভারতীয় বোলারদের চাপে ফেলেন। তবে বরুণ চক্রবর্তী ও অর্ষদীপ সিংয়ের দাপটে ম্যাচে ফেরে ভারত। শ্রীলঙ্কার জেতার জন্য শেষ ওভারে প্রয়জন ছিল ১১ রানের। আর এই সময়ে দুর্দান্ত বোলিং প্রদর্শন করেন হার্ষিত রানা। শ্রীলংকাও জবাবে ২০২ রান বানাতেই সক্ষম হয়েছিল। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে অর্ষদীপ সিং শ্রীলঙ্কাকে আটকে দেন মাত্র ২ রানে। জবাবে ব্যাটিংয়ে এসে প্রথম বলেই জয় সুনিশ্চিত করেন। ভারতীয় দল এই টুর্নামেন্টে এখনও অপরাজিত। রবিবার ফাইনালের আগে আরও আত্মবিশ্বাস বাড়লো টিম ইন্ডিয়ার। আজকের জয়ের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

Read More: Asia Cup 2025: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি ভারতের, শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়ে অপরাজিত তকমা ধরে রাখলেন সূর্য’রা !!

এক ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, “এটাই মনে হয় এবারের এশিয়া কাপের সেরা ম্যাচ।” আর এক ভক্ত লিখেছেন, “এশিয়া কাপে যখন সব কিছু শেষ হয়ে গিয়েছে তখনই এমন ধরনের ম্যাচ দেখতে পাওয়া যায়।” আর এক ভক্ত লিখেছেন, “আজকে ভারত হেরে গেলে ওদের আর মুখ দেখানোর জায়গা থাকতো না।” এক ভক্ত লিখেছেন, “ভারত হারতে হারতে জিতে গিয়েছে।” অন্য এক ভক্ত লিখেছেন, “হার্ষিত রানাকে দলে কোন কাজের জন্য নেওয়া হয় ও ই তো অভিষেকের থেকে বড় রান মেশিন।”

দেখেনিন টুইট

Read Also: IND vs SL ASIA CUP 2025 HIGHLIGHTS: রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারিয়ে অজেয় ভারতীয় দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *