“ট্রফি নিয়েই ফিরতে হবে…” আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতেই সমাজ মাধ্যমে ট্রেন্ডিং টিম ইন্ডিয়া !! 1

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কঠিন উইকেটে ভারতীয় বোলারদের সামনে নাজেহাল হয়ে পড়ে আইরিশ দলের ব্যাটিং অর্ডার। অর্ষদীপের দুরন্ত প্রথম স্পেলে ওপেনার পল স্টার্লিংকে (Paul Stirling) ও অ্যান্ড্রু বালবির্ণিকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন।

বোলারদের সাহায্যকারী উইকেটে আজ বুমরাহ দুর্দান্ত প্রদর্শন দেখালেন। প্রথম ওভারে কোনো রান না দিয়েই আইরিশ ব্যাটসম্যানদের ব্যাকফুটে ফেলে। ভারতীয় দলের পেসাররা পিচের ফায়দা তুলে একেরপর এক আইরিশ ব্যাটসম্যানদের তাদের জালে জড়াচ্ছিলেন। আজ ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৩ উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। তাছাড়া ২টি করে উইকেট তুলে নেন অর্ষদীপ সিং (Arshdeep Singh) ও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় পেসারদের সামনে ৯৬ রানেই শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ব্যাটিং।

প্রথম ম্যাচে জয় সুনিশ্চত করলো টিম ইন্ডিয়া

Ind vs ire, t20 world cup 2024
IND vs IRE | Image: Getty Images

আজ জয়সওয়ালকে সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট যে কারণে আজকের ম্যাচে ওপেনিং করতে দেখা যায় রোহিত-বিরাট জুটিকে। চলতি আইপিএলের বাঁকি ম্যাচগুলোতে দুজনকেই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আজকের ম্যাচে ব্যাট হাতে ব্যার্থ হয়েছেন কোহলি, স্টেপ আউট করে বড় শট খেলতে গিয়ে উইকেট হারান তিনি। কোহলি জলদি প্যাভিলিয়নে ফিরলেও আজকের ম্যাচে অর্ধশতরান হাঁকিয়ে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

কঠিন উইকেটে ৩৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলে তিনি রিটায়ার হার্ট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাটিং করতে গিয়ে হালকা চোট পেয়েছিলেন রোহিত। তবে, আগামী ম্যাচটি ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে তাই বেশি না ভেবেই প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রোহিত ছাড়া ২৬ বলে ৩টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৩৬ রান বানান পন্থ ও দলের হয়ে জয় সুনিশ্চত করেন। আজকে ভারতের এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যম জুড়ে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: T20 World Cup 2024: কঠিন পিচে রোহিত-পন্থের মাস্টারক্লাস, আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করলো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *