“দুই জনেই গাঁজা খোর…” ধোনি পত্নীর ধূমপানের ফটো প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন ইরফান পাঠান। ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে ভালো ছন্দে থাকা ইরফান পাঠানকে ক্রমাগত দলে সুযোগ দিচ্ছিলেন না মাহি। কারণ হিসেবে এক বেফাঁস মন্তব্য করে বসলেন ইরফান। এক সাক্ষাৎকারে ইরফান বলেছেন, “আমার কারও ঘরে গিয়ে হুকা সেজে দিয়ে আসার স্বভাব নেই। এটা নিয়ে কথা না বলাই ভালো।” তৎকালীন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন এমএস ধোনি (MS Dhoni)।

ধূমপানে মত্ব এমএস ধোনি

এমএস ধোনি
MS Dhoni | Image: Twitter

প্রসঙ্গত, টিম ইন্ডিয়ায় হুকা টানা জন্য ধোনিই পরিচিত। একবার ধোনির সাবেক সতীর্থ ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক জর্জ বেইলিও (George Bailey) একসময় বলেছিলেন, “ধোনি হুক্কা টানতে ভালোবাসেন। অনেক সময় তিনি নিজের ঘরে সেটি সাজিয়ে রাখতেন। ওনার দরজা সবসময় খোলা থাকত, যে কেউ তাঁর ঘরে ঢুকে যেত। দেখতাম অনেক তরুণ খেলোয়াড়ও সেখানে বসে রয়েছেন। অন্য দলে যেটা শৃঙ্খলার কারণে কম দেখা যায়, ধোনি সেটাই ভেঙেছিল।” ধোনিকে একটি পার্টিতেও হুক্কা টানতে দেখা গিয়েছিল। ধোনি সাধারণত মদ্যপান-বিরোধী হিসেবে পরিচিত, তাই তাকে ধূমপানের সঙ্গে যুক্ত হওয়ার ঘটনা শুনে অনেকেই বিস্মিত।

Read More: ভাগ্য খুলছে রিঙ্কু সিংয়ের, বিরাট কোহলিকে সরিয়ে অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে নিচ্ছে এন্ট্রি !!

সাক্ষী ধোনির ছবি হয়েছে ভাইরাল

“দুই জনেই গাঁজা খোর…” ধোনি পত্নীর ধূমপানের ফটো প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 2
Shakshi Dhoni | Image: Twitter

শুধু ধোনি নন এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনিও। কয়েকবছর আগে গ্রিস ভ্রমণের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অভিনেত্রী করিশ্মা তান্না তাঁর ইনস্টাগ্রাম ওয়ালে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন। এর মধ্যে একটি ছবিতে সাক্ষীর হাতে সিগারেট ধরা পড়েছে বলে দাবি করছে নেটিজেনদের একাংশ। মুহূর্তের মধ্যে ছবিটি ছড়িয়ে পড়ে এবং নানান জল্পনা শুরু হয়। এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও সাক্ষীর কলেজ জীবনের একটি পুরনো ছবি প্রকাশ্যে এসে তাকে ঘিরে একই রকম বিতর্ক তৈরি করেছিল। সব মিলিয়ে ধোনি-দম্পতিকে ঘিরে এই ধরনের ধূমপান-সংক্রান্ত আলোচনাই বারবার নতুন করে সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।

দেখুনিন টুইট

Read Also: “স্বার্থপর অভিসন্ধি রয়েছে..”, চড়কান্ডের ভিডিও নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন হরভজন সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *