“এক ফুল দো মালি…” আইয়ার-চাহাল এক দলে শামিল হতেই ধনশ্রীকে নিয়ে আলোচনা শুরু ফ্যান্সদের মধ্যে !! 1

Dhanashree Verma: সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম, নিলামের মঞ্চে ফ্রাঞ্চাইজি গুলি এবার তৈরি করেছে ইতিহাস। তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant) হয়েছেন এবারের আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার। তবে শুধু পন্থ নন, বেশ কয়েক খেলোয়াড় এবার কোটি কোটি টাকা উপার্জন করেছেন নিলামের মঞ্চ থেকে। আইপিএল নিলামের মঞ্চে এবার সবথেকে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ও জুজুভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।

চাহাল ও শ্রেয়াসকে একই দলের হয়ে খেলতে দেখা যাবে

Yuzvendra Chahal and Shreyas Iyer, dhanashree verma
Yuzvendra Chahal and Shreyas Iyer | Image: Twitter

একদিকে শ্রেয়াস আইপিএল ইতিহাসের দ্বিতীয় ধনী প্লেয়ার তো অন্যদিকে জুজুভেন্দ্র চাহাল হয়ে উঠেছেন আইপিএলের ইতিহাসের সেরা ধনী স্পিনার। সবথেকে মজার বিষয় হলো এটাই যে এবারের আইপিএলে দুজনকেই একই দলে খেলতে দেখা যাবে। এই প্রথম বার চাহাল ও শ্রেয়াসকে পাঞ্জাব কিংস দলের হয়ে খেলতে দেখা যাবে। গত মৌসুমে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল শিরোপা জয় করেছিলেন। তবে নিজের বাজার দর জানবার জন্য তিনি নিলামে নাম লেখাতে চেয়েছিলেন। ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব কিংস দলের সদস্য হয়ে উঠলেন তিনি।

Read More: দুধের স্বাদ ঘোলে মেটাবে কলকাতা নাইট রাইডার্স, এই প্লেয়ারের উপর থাকবে গুরুদায়িত্ব !!

অন্যদিকে, ভক্তরা চাহাল ও আইয়ারের আইপিএলে একই দলে খেলার বিষয়ে শুরু হয়েছে রঙ্গ রসিকতা। আসলে বেশ কিছু ভক্ত মনে করছেন যে শ্রেয়াস হয়তো পাঞ্জাব টিম ম্যানেজমেন্টকে আগে থেকে জানিয়ে দিয়েছিলেন যে, চাহালকে যেন দলে শামিল করে। আসলে চাহাল পত্নী ধনশ্রীর সঙ্গে সমাজ মাধ্যমে শ্রেয়স আইয়ারের গুঞ্জন শোনা যায়। শ্রেয়স ও ধনশ্রীকে (Dhanashree Verma) একসাথেও বিভিন্ন নাচের ভিডিওতে অভিনয় করতে দেখা যায়। একসাথে বিভিন্ন পার্টিতেও দুজনকে দেখা যায়। এবার ভক্তরা ধনশ্রীকে নিয়ে সমাজ মাধ্যমে হাসাহাসি শুরু করে দিয়েছে।

দেখে নিন টুইট

Read Also: Dhanashree Verma: “না থামার শক্তি…”, দুলীপ ট্রফিতে অনবদ্য হাফ সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের, ধনশ্রী করলো এই পোস্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *