“দয়া করে অবসর নাও…” দিল্লির কাছে ২৫ রানে পরাস্ত হলো চেন্নাই সুপার কিংস, সমাজ মাধ্যমে ধোনিকে নিয়ে শুরু হলো চর্চা !! 1

IPL 2025: দুরন্ত একটি ম্যাচের পরিসমাপ্তি ঘটলো আজ আইপিএল ২০২৫’এর ১৭ তম ম্যাচে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। প্রথমে ব্যাটিং করতে এসে শুরুতেই জেক ফ্রেজার ম্যাকগ্রাককে হারাতে হয়েছিল দিল্লিকে। খলিলের বলে খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দিল্লি দলের হয়ে দুরন্ত ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul) ব্যাট হাতে ৫১ বলে ৭৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাছাড়া, অভিষেক পোরেল ২০ বলে ৩৩, অক্ষর প্যাটেল ১৪ বলে ২১, সমীর রিজভী ১৫ বলে ২০ এবং ট্রিস্টান স্টাবসের ১২ বলে ২৪ রানের ইনিংসে দিল্লি প্রথমে ব্যাটিং করে ১৮৩ রান বানিয়ে ফেলেছিল।

Read More: IPL 2025 CSK vs DC: দিল্লীর রথের চাকায় চূর্ণ চেন্নাই, টানা তৃতীয় ম্যাচ জিতে লীগ শীর্ষে ক্যাপিটালস শিবির !!

চেন্নাই তাদের গত দুই ম্যাচে পরাজিত হয়েছে। প্রথম ম্যাচে চেন্নাইতে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাস্ত করেছিল। রান তাড়া করতে এসে শুরুতেই ৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। ঋতুরাজ গাইকোয়ার্ড ৪ বলে ৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তারকা ওপেনার ডেভন কনওয়ে ১৪ বলে ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। আজকের ম্যাচেও চেন্নাইয়ের মিডিল অর্ডারে ছিল সমস্যা, শিবম দুবে ১৫ বলে ১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন। ৭৪ রানে অবশ্য ৫ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই।

২৫ রানে ম্যাচ জিতলো দিল্লি

Ipl 2025
DC | Image: Getty Images

আজকের ম্যাচে জলদি ব্যাটিং করতে আসতে হয়েছিল এমএস ধোনিকে। তিনি যখন ব্যাটিংয়ে আসেন তখন চেন্নাইয়ের জেতার জন্য প্রয়োজন ছিল ৫৬ বলে ১১০ রানের। ক্রিজে টিকে থাকা বিজয় শংকর (Vijay Shankar) এবং এমএস ধোনিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল দিল্লির বোলাররা। শংকর ৫৪ বলে ৫টি চার এবং ১টি ছক্কায় মাত্র ৬৯ রান বানাতে সক্ষম হয়েছিলেন এবং এমএস ধোনি (MS Dhoni) ২৬ বলে ১টি চার ও ১টি ছক্কায় ৩০ রান বানাতে সক্ষম হন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান বানাতে সক্ষম হয় চেন্নাই, ২৫ রানে আজকের ম্যাচটি জয় করলো দিল্লি। চেন্নাইয়ের হারের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: “টপ-অর্ডারেই খেলতে চেয়েছিলাম…” ম্যাচের সেরা হয়ে জানালেন কে এল রাহুল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *