Ranji Trophy 2024: নতুন বছর পড়তে না পড়তেই শুরু হয়েছে রঞ্জি ট্রফির (Ranji Trophy) মরসুম। দেশের বিভিন্ন প্রান্তে রাজ্য দলগুলি ঘরোয়া ক্রিকেটের আঙিনায় শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে একে অপরের বিরুদ্ধে। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে রঞ্জির (Ranji Trophy) এলিট গ্রুপ-বি’র ম্যাচে অসমের প্রতিপক্ষ চন্ডীগড়। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো অসম। অধিনায়ক আমনদীপ খাড়ে (Amandeep Khare) দুর্দান্ত ১১৬ রানের ইনিংস খেলেন। শশাঙ্ক সিং করেন ৮২ রান। অর্ধশতক আসে আশুতোষ সিং-এর ব্যাটেও। তাঁদের সৌজন্যেই চন্ডীগড় তোলে ৩২৭ রান। ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে অসম। তাদের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫৯ রান। পাঁচে নামা ডেনিশ দাসের (Denish Das) অর্ধশতক ছাড়া উল্লেখযোগ্য রান পান নি কেউই।
Read More: স্কোয়াড প্রকাশ্যে আসতেই হলো বড় খোলাসা, এই কিংবদন্তির অনুরোধে T20 দলে কামব্যাক করলেন রোহিত !!
প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট নিশ্চিত চন্ডীগড়ের। তবে তারা সরয়াসরি জয়ের লক্ষ্যে অসম’কে ফলো-অন করানোর সিদ্ধান্ত নেন। দ্বিতীয় ইনিংসেও চন্ডীগড় বোলারদের বিক্রমে কেঁপে যায় অসম। সাত ব্যাটার আটকে থাকেন এক অঙ্কের রানে। দুই ওপেনার ঋষভ দাস ও রাহুল হাজারিকা করেন যথাক্রমে ১৭ ও ৩৯। বাকিদের ব্যর্থতার মাঝেও ব্যতিক্রম একমাত্র অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। এর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিয়ান। খেলেছিলেন একের পর এক ঝোড়ো ইনিংস। সেই টি-২০’র ছন্দে লাল বলের ক্রিকেটেও ব্যাট করতে দেখা গেলো তাঁকে। অপরপ্রান্তে পরপর উইকেট পড়তে থাকলেও চারে নামা রিয়ানের ব্যাটে চার-ছয়ের বৃষ্টি দেখলো রায়পুর।
১১টি চার এবং ১২টি ছক্কা হাঁকিয়ে ৮৭ বলে ১৫৫ রানের ইনিংস খেলেন রিয়ান (Riyan Parag)। স্ট্রাইক রেট ১৭৮.১৬। অসমের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৪ রানে। অর্থাৎ বাকি ব্যাটাররা মিলে ১০০ রান’ও স্কোরবোর্ডে যোগ করতে ব্যর্থ হয়েছেন। রিয়ানের (Riyan Parag) অতিমানবীয় ইনিংস ঘিরে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঘরোয়া ক্রিকেটে আগেও ভালো করেছেন রিয়ান, কিন্তু ব্যর্থ হয়েছেন আইপিএলের মত বড় মঞ্চে। সেই কথা মনে করিয়ে দিয়ে এক নেটিজেনের মন্তব্য, “এখন যাই করুক, আইপিএলে গিয়ে সেই ১০-১২’র বেশী এগোবে না রান।’ ঘরোয়া ক্রিকেট ম্যাচের পিচ নিয়েও কটাক্ষ করেছেন অনেকে। লিখেছেন, ‘হাইওয়ের মত পিচে সবাই রান পায়’, ‘যাবতীয় বিক্রম ঘরোয়া ক্রিকেট সীমাবদ্ধ।’ অনেকে আবার তরুণ তুর্কিকে ভবিষ্যতে ভারতীয় দলে দেখতে চেয়ে আশা প্রকাশ করেছেন।
দেখুন ট্যুইট চিত্র-
Road pitches pie to sab hero he
— Zara vibes ✨️ (@zaravibes303) January 8, 2024
Will this man be a part of Indian team in future ❓❓❓
— Cypher (@cypher_twitty) January 8, 2024
wow riyan now he changed his attitude and play well pic.twitter.com/CElpufxZgC
— Messi Fan (@George_leo453) January 8, 2024
Hope he will do well in IPL also
— nomadic (@Subodh32080724) January 8, 2024
Lord Riyan parag- the domestic king 👑👑
— Kirkett (@bhaskar_sanu08) January 8, 2024
Hope he’ll perform for RR too
— Amna (@amnamjjad) January 8, 2024
Haters who ??
— Utkarsh (@utkarshh_tweet) January 8, 2024
Ipl me dekhenge
— Niks (@NikhilP2601) January 8, 2024
Ipl me dekhenge
— Niks (@NikhilP2601) January 8, 2024
This is the best knock he ever played in his first-class career, especially when his team was facing follow-on. Brilliant cricket, brilliant fighter, Riyan Parag is a future star 💫 pic.twitter.com/A8kXdhrByD
— Shumaila Tanveer (@shumaila56_) January 8, 2024
— Prakalp Bhardwaj (@PrakalpBhardwaj) January 8, 2024