"ওই জন্যই এতো রিলেক্স", শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড টেম্বা বাভুমা !! 1

World Cup 2023: শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ, আর এই বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। দিল্লীর মাঠে দিনের দ্বিতীয় ম্যাচটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপট দেখালেন প্রোটিয়ারা। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো শ্রীলঙ্কা। তবে শানাকার এই সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ালো লঙ্কা বাহিনীর কাছে। যদিও দিল্লির উইকেটে সবাই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্তই নিয়ে থাকেন। গতকাল শুরুটা বেশ ভালো করেছিলেন শ্রীলঙ্কা, দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাভুমার (Temba Bavuma) উইকেট তুলে নিয়েছিলেন দিলশান মাদুশাঙ্কা। তবে এরপর দুই প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি কক (Quinton De Kock) ও রাসি ফান দার ডুসেন (Russie Van Der Dussen) দুজনেই শতকের গন্ডি পর করলেন। একই সাথে ঝোড়ো শতরান হাঁকান এইডেন মার্করামও (Aiden Markram)। পঞ্চাশ ওভারে ৪২৮ রানে থামে প্রোটিয়া ইনিংস।

জবাবে এই পাহাড় সমান লক্ষ্যমাত্রা তারা করতে নেমে শ্রীলঙ্কা দল রিতিমতন ব্যাকফুটে ছিল। ৪৪.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করে দলটি। দলের হয়ে কুসল মেন্ডিস (Kushal Mendis) দ্রুত ৭৬ রান বানান, পাশাপাশি সর্বাধিক রানটি বানান চরিথ আসালাঙ্কা (Charith Ashalanka) ৭৯, ও ক্যাপ্টেন দাসুন শানাকা ৬৮ রান বানান। অন্যদিকে খুব সহজেই ১০২ রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে বভূমা বাহিনী। গতকাল জেতার পর সবাই দক্ষিণ আফ্রিকা দলকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। তবে কিছুদিন আগেই, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023) ক্যাপ্টেনস ডে চলাকালীন ঘটলো এক হাস্যকর জিনিস, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বভূমা (Temba Bavuma) হাস্যকরভাবে ঘুমিয়ে পড়েছিলেন অনুষ্ঠান চলাকালীন। প্রসঙ্গত টুর্নামেন্ট শুরুর একদিন আগে আহমেদাবাদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে টেম্বা বাভুমাকে ঘুমাতে দেখা যায়। তবে তিনি ক্যামেরার এঙ্গেলকে সেদিন দায়ী করেছিলেন তবে গতকাল শ্রীলঙ্কাকে পরাজিত করার পর বাভুমার ক্যাপ্টেন্সির উপর বেশ প্রশংসা করা হয়েছে।

দেখেনিন টুইট

Read More: World Cup 2023: অবশেষে পড়লো শিলমোহর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহাম্যাচে মাঠে নামা হচ্ছে না শুভমান গিলের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *