সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটিতে খেলছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। বর্ডার-গাওস্কর ট্রফিতে তিন টেস্টে তিনি করেছেন মাত্র ৩১ রান। ব্যাটিং গড় ৬.২০। ২০’র গণ্ডী পেরোতে পারেন নি একবারই। তাই অফ ফর্মের কারণে নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন ভারত অধিনায়ক। বদলে নেতৃত্ব সামলাচ্ছেন জসপ্রীত বুমরাহ। রোহিতের (Rohit Sharma) এই সরে যাওয়ার সিদ্ধান্ত আদৌ তাঁর নিজের নাকি টিম ম্যানেজমেন্টের তরফে চাপিয়ে দেওয়া হয়েছে তাঁর উপর? এই প্রশ্ন নিয়ে গতকাল সরগরম ছিলো ক্রিকেটমহল। ৩৮-এর ক্রিকেট তারকা অস্ট্রেলিয়া সফরের পর আর খেলবেন লাল বলের ফর্ম্যাট? তা নিয়েও সন্দিহান ছিলেন অনেকেই। আজ টেস্টের দ্বিতীয় দিনে খোদ রোহিতই মুখ খুললেন বিষয়টি নিয়ে। স্পষ্ট করলেন অবস্থান।
স্টার স্পোর্টসকে ম্যাচের বিরতিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেখানে তিনি জানিয়েছেন, “আমি টেস্ট থেকে অবসর নিচ্ছি না। কেবল এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছি।” নিজের সিদ্ধান্তের ব্যাখ্যাও দেন তিনি। বলেন, “আমি কোচ ও নির্বাচকদের একটা সহজ কথাই বলেছিলাম যে আমার ব্যাটে রান আসছে না। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। যাঁরা ফর্মে আছে তাঁদেরই খেলা উচিৎ। সত্যি বলতে বাকিরাও খুব ভালো ফর্মে নেই। আমি ভেবেছিলাম যে এভাবে ছন্দহীনতায় ভুগতে থাকা খেলোয়াড়দের দল বয়ে বেড়াতে পারে না। আমার কি ভাবনা সেটা আমি কোচ ও নির্বাচকদের জানাই। ওনারা আমার পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, ‘তুমি এতদিন ধরে খেলছো। কি করা উচিৎ সেটা তুমিই ভালো বুঝবে’।” “সিদ্ধান্তটা কঠিন বটে, কিন্তু এটাই বিচক্ষণ সিদ্ধান্ত,” সংযোজন তাঁর।
Read More: চোট পেয়ে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন বুমরাহ, দায়িত্বে ফিরলেন বিরাট কোহলি !!
রোহিতের সিদ্ধান্তে অখুশি নেটমাধ্যম-
অবসর জল্পনা আরও একবার উড়িয়ে রোহিত (Rohit Sharma) বলেছেন, “খুব দূরের বিষয় ভাবছি না। এই মুহূর্তে দলের কি প্রয়োজন? সেটাই ভাবছিলাম। আর কিছু নয়।” হিটম্যানের এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর দ্বিধাবিভক্ত ক্রিকেটদুনিয়া। তাঁর অনুরাগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আগামী জুনে ইংল্যান্ড সিরিজ খেলুন রোহিত (Rohit Sharma), সোশ্যাল মিডিয়ায় আবদার করেছেন তাঁরা। কিন্তু বিরুদ্ধমতও রয়েছে নেটিজেনদের মধ্যে। ২০২৪ ক্যালেন্ডার বর্ষে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই শতরান ছাড়া টেস্টের আঙিনায় কোনো উল্লেখযোগ্য নেই রোহিতের (Rohit Sharma)। ব্যাটিং গড় ২৫-এর কম। বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতশ্রী পারফর্ম্যান্সের পরিসংখ্যান অনেকেই তুলে ধরেছেন ট্যুইটারের দেওয়ালে। ‘সম্মান বজায় রেখে সরে দাঁড়ান,’ উঠেছে দাবী।
জনপ্রিয় চলচ্চিত্র ‘দ্য ডার্ক নাইট’-এর লাইন ধার করে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ইউ ক্যান আইদার ডাই আ হিরো, অর লিভ লং এনাফ টু বিকাম দ্য ভিলেন,’ এক্ষেত্রে রোহিতকেই ভিলেনের তকমা যে দেওয়া হয়েছে তা বুঝতে সমস্যা হয় নি কারও। ‘ক্রিকেট আপনাকে ছেড়ে চলে যাওয়ার আগে ক্রিকেটকে আপনি ছেড়ে যান,’ লিখেছেন এক নেটনাগরিক। ‘এভাবে নিজের বর্ণময় কেরিয়ারকে কলুষিত করবেন না দিনের পর দিন খেলে গিয়ে। কখন থামতে হয় জানুন,’ লিখেছেন আরও একজন। ‘এর পরেও যদি রোহিত শর্মা’কে সাদা জার্সিতে দেখা যায় তাহলে তা ভারতীয় ক্রিকেটের জন্য খারাপ ছবি,’ মন্তব্য আরও এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর। সব মিলিয়ে ‘রোহিত হটাও’-এর দাবী ক্রমেই জোরালো হচ্ছে ক্রিকেটদুনিয়ায়।
দেখুন ট্যুইট চিত্র-
Enjoyed Rohit Sharma’s candid interview to Star. Calm, joking, his usual self. Love that.
In all honesty, would like him to retire& leave red ball cricket,but like he said, not when everyone is pushing you to retire. Win the ODI champions trophy and announce test retirement. 🙂— Ashwin Murali (@ashwinmurali) January 4, 2025
India is on fire in the absence of Rohit Sharma. He should definitely retire from cricket.
— Mango Man (@mangoman2014) January 4, 2025
।
-Bumrah is Bumrsh, hopes he’s fine
-Bowlers are on fire and brillianty supported by kohli/pant
-300 target is a must vamos
-Rohit has to retire from test cricket sorry #INDvsAUS— -916- (@kakarla_7) January 4, 2025
where is Mitchel Marsh ? Why he is not coming for interviews?
How can Rohit say : when i want i will retire ?
rediclous . New players should be into the team@kshatriya_UR @tweets_Sky33 @The_statpadder @loggerheads36— PolishGuy (@swagat555) January 4, 2025
come on, rohit must retire
— 8Traveler (@8Travelers) January 4, 2025
Rohit Sharma will not retire from the test and he has no plans.But does Rohit Sharma brings anything to the test side ? pic.twitter.com/ykvZtdslhl
— Sujeet Suman (@sujeetsuman1991) January 4, 2025
“Main do bacche ka baap hoon. Sensible hoon. Mujhe pata hai kya karna aur kab retire hona hai. Koi band laptop aur Pen lekar baitha aur hum logo ka future decide nahi kar sakta”
~ Rohit Sharma in an exclusive interview #INDvsAUs
— Farrago Abdullah Parody (@abdullah_0mar) January 4, 2025
Indian test team can do wonders..
Just keep Mumbai lobby out ..
And this shameless panuati should be forced to retire ..
He never belonged to test cricket ever..
A mediocre test player he was , is, and will always be..Rohit Sharma #Bumrah#Kohli#INDvsAUSTest pic.twitter.com/lyi4KXAXQa
— AstroCounselKK🇮🇳 (@AstroCounselKK) January 4, 2025
If Rohit doesn’t want to retire, drop him. Enough of this “captain sacrificed his position for the team” nonsense.
— Chanakya (@ChanakyaRoot) January 4, 2025
Basically Rohit sharma is a good player, he just need a good batting coach who will advise him to retire from all formats 🥺
— Harsha Vardhanᴿᴱᴮᴱᴸᵂᴼᴼᴰ (@Harshak2004) January 4, 2025