অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর বোর্ডের নির্দেশে রঞ্জি ট্রফি খেলতে কার্যত বাধ্যই হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দিল্লী বনাম সৌরাষ্ট্র ম্যাচের প্রাথমিক স্কোয়াডে নাম ছিলো তাঁর। কিন্তু ঘাড়ের চোটের কারণে সরে দাঁড়ান তিনি। তবে রেলওয়েজের বিরুদ্ধে গত ৩০ তারিখ থেকে মাঠে নেমেছিলেন তিনি। ১২ বছর পর রঞ্জি ট্রফির (Ranji Trophy) ময়দানে মহাতারকার পদার্পণের সাক্ষী থাকার জন্য সেদিন কানায় কানায় ভরে উঠেছিলো অরুণ জেটলি স্টেডিয়াম। পরিসংখ্যান বলছে যে প্রায় ২৭০০০ দর্শক উপস্থিত হয়েছিলেন মাঠে। ম্যাচের প্রথম দিন টসে জিতে দিল্লী অধিনায়ক বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে বিরাটকে (Virat Kohli) ব্যাট হাতে দেখার সৌভাগ্য হয় নি অনুরাগীদের। তবে তাঁকে মাঠে ফিল্ডিং করতে দেখার অভিজ্ঞতা সঞ্চয় করেই ঘরে ফিরেছিলেন তাঁরা।
Read More: ব্যাটিং-এর পর দস্তানা হাতেও ব্যর্থ সঞ্জু স্যামসন, টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া কেবল সময়ের অপেক্ষা !!
বিরাটের দেখা পেতে মরিয়া অনুরাগীরা-
শুক্রবার সকালেও দর্শকাসনে ভীড় জমিয়েছিলেন অনেকে। দিনের প্রথম সেশনেই যশ ধূল (Yash Dhull) আউট হওয়ায় উপস্থিত হয় মাহেন্দ্রক্ষণ। ব্যাট হাতে বাইশ গজে পদার্পণ করেন বিরাট (Virat Kohli)। ‘কো-হ-লি, কো-হ-লি’ চিৎকারে তখন গমগম করে উঠেছিলো অরুণ জেটলি স্টেডিয়াম। তাঁর থেকে লম্বা ইনিংসের আশা করেছিলেন ভক্তেরা। সেই স্বপ্ন অবশ্য পূরণ হয় নি এবার। প্রায় এক যুগ পর ঘরোয়া ক্রিকেটের আঙিনায় ফিরে মাত্র ৬ রান করেই আউট হন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। রেলওয়েজ পেসার হিমাংশু সাঙ্গওয়ানকে দারুণ একটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন স্ট্রেট ড্রাইভ মেরে। ঠিক তার পরের ডেলিভারিটিকেও একই অভিমুখে পাঠাতে গিয়ে ব্যর্থ হন তিনি। বল আছড়ে পড়ে তাঁর অফ স্টাম্পে। বিস্মিত হয়ে কয়েক মুহূর্ত পিচের দিকে তাকিয়ে সাজঘরে ফেরেন বিরাট (Virat Kohli)।
ব্যাট হাতে রান না পেলেও রঞ্জি প্রত্যাবর্তন নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে বিরাট কোহলির (Virat Kohli) জন্য। হাতের কাছে মহাতারকাকে পেয়ে ম্যাচের প্রথম দিন স্টেডিয়ামের বেড়া টপকে মাঠে ঢুকে পড়েছিলেন এক অনুরাগী। নিরাপত্তারক্ষীরা যখন তাঁকে টেনে সরিয়ে নিয়ে যাচ্ছেন, তখন বিরাট নিজেই এগিয়ে এসে আটকান তাঁদের। ঐ কিশোরকে যাতে প্রহার না করা হয় তার জন্য অনুরোধ জানান তিনি। আজ ম্যাচের তৃতীয় দিনও কার্যত একই ঘটনা দেখা গেলো অরুণ জেটলি স্টেডিয়ামে। দিল্লী যে ম্যাচ জিতবে তা আন্দাজ করাই গিয়েছিলো। খেলা শেষে বিরাট (Virat Kohli) সাক্ষাৎ পাওয়ার জন্য ফের একবার বেড়া টপকানোর চেষ্টা করতে দেখা গেলো বেশ কয়েকজন দর্শককে। আজ অবশ্য তৎপর ছিলেন নিরাপত্তারক্ষীরা। মাঠে প্রবেশের আগেই আটকানো হয় ঐ কোহলি ভক্তদের।
দেখে নিন ভিডিও-
Fans trying to breach the field to meet Virat Kohli at the Arun Jaitley Stadium. pic.twitter.com/6xyaBrJ0HD
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 1, 2025
সহজ জয় পেলো কোহলির দল-
সৌরাষ্ট্রের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালো দিল্লী দল। প্রথম ইনিংসে প্রতিপক্ষ রেলওয়েজকে ২৪১ রানে আটকে রাখার পর ৩৩৪ রান স্কোরবোর্ডে তোলে সাত বারের চ্যাম্পিয়নরা। ৯৯ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন অধিনায়ক আয়ুষ বাদোনি (Ayush Badoni)। দ্বিতীয় ইনিংসে দিল্লীর বোলিং বিক্রমে কার্যত বেলাইন হয়ে পড়ে রেলওয়েজ। শিবম শর্মা (Shivam Sharma) একাই তুলে নেন ৫ উইকেট। ম্যাচের তৃতীয় দিন অর্থাৎ আজ সকালেই ১১৪ রানে অল-আউট হয়ে যায় তারা। ইনিংস ও ১৯ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বিরাট কোহলির (Virat Kohli) দল। বোনাস পয়েন্ট সহ জিতেও অবশ্য তেমন কোনো লাভ হলো না তাদের। রঞ্জির (Ranji Trophy) এলিট পর্বের ডি গ্রুপ থেকে আগেই নক-আউটে চলে গিয়েছে তামিলনাড়ু ও সৌরাষ্ট্র। সাত ম্যাচে দুই দলেরই পয়েন্ট ২৫। পক্ষান্তরে দিল্লী দৌড় শেষ করলো ২১ পয়েন্টে।
Also Read: IND vs ENG 4th T20i: জোচ্চুরি করে জিতেছে ভারত, ম্যাচ শেষে গম্ভীর-সূর্যকুমারদের দিকে আঙুল তুললেন জস বাটলার !!