বেশ জমে উঠেছে বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023), সেমিফাইনালের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে বেশ ভালোভাবে যাত্রা শুরু করে দিয়েছে প্রতিটি দল। আজকের মেগা ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ড (AUS vs NED)। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins)। নেদারল্যান্ড’এর মতন প্রতিপক্ষ দিল্লির পাটা উইকেটে পেয়ে বেশ জমিয়ে ব্যাটিং করলেন অজি ব্যাটসম্যানরা। বিশ্বকাপ (World Cup 2023) ইতিহাসে দ্রুততম ৪০ বলে শতরান হাঁকালেন গ্লেন ম্যাক্সওয়েল, আর তার দুর্দান্ত ব্যাটিং ইনিংসের সময়, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দর্শকরা ‘আরসিবি-আরসিবি’ স্লোগান দিতে শুরু করে। যার একটি ভিডিও সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।
ম্যাক্সওয়েলের তান্ডবে ভেসে আসছে RCB’র স্লোগান

প্রসঙ্গত, গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) হলেন জনপ্রিয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) একজন সদস্য। তিনি আইপিএল হোক বা দেশের জন্য খেলা হোক সবসময় আক্রমণাত্মক ব্যাটিং করতেই পছন্দ করেন। তিনি ভারতের মাটিতে বেশ জনপ্রিয় যার ছয় মারার ক্ষমতা ও অলরাউন্ডিং পারফরমেন্সের জন্য। আজকে তার ব্যাটিং দেখে মন্ত্রমুগ্ধ উপস্থিত দর্শকরা। আজকের ম্যাচে ম্যাক্সওয়েল আক্ষরিক অর্থে বোলারদের সাথে ছেলেখেলা করছিলেন। তিনি রিভার্স-সুইপ ছক্কায় দর্শকদের প্রতি আকৃষ্ট করে তোলেন। মাক্সওয়েলের ব্যাটিং দেখে রিতিমতন নেদারল্যান্ডসের বোলাররা হতবাক হয়ে পড়েছিলেন এমনকি বল কোথায় দেবেন তা নিয়েও ছিলেন অনিশ্চিত। স্লগ ওভারে বেশ ফায়দা তোলেন ম্যাক্সওয়েল। তিনি স্থির করে নেন সব বলেই বাউন্ডারি হাঁকাবেন। এবং তিনি সেটাই করলেন। ওভারের তৃতীয় এবং চতুর্থ ডেলিভারিতে বাউন্ডারি জাকিয়ে তার ইনিংস শুরু করেন এবং তারপর থেকে তাকে আর থামানো যায়নি।
Wherever you go, the RCB energy follows 🫶
The 12th Man Army in Delhi on point during the Maxi Show! 🙌#PlayBold #AUSvNED #CWC23
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 25, 2023