BCCI: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন যাত্রা জয় দিয়েই শুরু করলো টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে (WI vs IND) তাদের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা শুরু করে দিয়েছে। উইন্ডিজকে প্রথম ম্যাচে পরাস্ত করে টিম ইন্ডিয়া পৌঁছে যায় পোর্ট অফ স্পেনে। যেখানে, দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। এই ধরে দুই দল টেস্ট ক্রিকেটে ১০০ বার মুখোমুখি হলো, যদিও পরিসংখ্যার বিচারে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু বর্তমানে তারা টিম ইন্ডিয়া পরাস্ত করতে পাবে না। শুধু দুই দলের কাছে নয়, পাশাপাশি, এই ম্যাচটি বিরাট কোহলির (Virat Kohli) কাছেও গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। কারণ এই ম্যাচেই নিজের ৫০০’তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন তিনি।

আরও পড়ুন: নিঃশব্দে মাঠে ফেরার প্রস্তুতি সারছেন ঋষভ পন্থ, শীঘ্রই ফের গায়ে চাপাবেন ভারতের জার্সি !!

ব্যাট হাতে ব্যার্থ রাহানে

Rahane out
Ajinkya Rahane | Image: Twitter

দ্বিতীয় ম্যাচে ভালো সূচনা দিলো ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ৭৪ বলে ৫৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ঠিক কিছু সময় পরেই প্যাভিলিয়নে ফেরেন শুভমান গিল (Shubman Gill) মাত্র ১২ বলে ১০ রান করেন গিল। অধিনায়ক রোহিত শর্মা অসাধারণ ব্যাটিং করে হারান নিজের উইকেট ১৪৩ বলে ৮০ রান করেন রোহিত। বর্তমানে ক্রিজে টিকে রয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। কোহলি আপাতত ১৬১ বলে ৮৭ রানে ব্যাটিং করছেন ও ৮৪ বলে ৩৬ রানে অপরাজিত রয়েছেন জাদেজা। টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান করলো প্রথম দিনেই। তবে, গতকাল ব্যাট শান্ত ছিল অজিঙ্কা রাহানের ব্যাট ছিল শান্ত। প্রথম টেস্টে কেবলমাত্র ৩ রান করেন তিনি এবং দ্বিতীয় ম্যাচে ৮ রান করেন তিনি। WTC ফাইনালে ভালো খেলার সুবাদে তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়, তবে তার এই হতাশ জনক পারফরম্যান্স করার পর নেটজনতার ক্ষোভের মুখে পড়লো BCCI।

দেখেনিন ট্রোল

আরও পড়ুন : দল থেকে বাদ পড়ছেন হার্দিক-শুভমান, আয়ারল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়ায় থাকছে বড় চমক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *