“সবথেকে বড় অঘটন…” বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়াকে হারতেই সমাজ মাধ্যমে ট্রেন্ডিং আফগানিস্তান !! 1

AUS vs AFG: বিশ্বকাপ ২০২৪’এর মঞ্চে ঘটলো অঘটন। অস্ট্রেলিয়াকে পরাস্ত করে বিশ্বকাপের সুপার এইটের মঞ্চে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিলো আফগানিস্তান। ২০২৩ সালের বিশ্বকাপের মঞ্চে অজিদের বিরুদ্ধে আফগানদের একেবারে তীরে এসে ডুবেছিল তরী। তবে, আজকের ম্যাচে আফগানিস্তান দল প্রমান দিলো কেন তারা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল। আফগান অলরাউন্ডার গুলবাদিন নায়েব (Gulbadin Naib) একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। একের পর এক অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফেরত পাঠাতে থাকেন তিনি। মধ্য ওভার গুলিতে চার ওভারে চার উইকেট তুলে নেন তিনি।

প্রথমে ব্যাটিং করতে এসে আফগানিস্তান দলের হয়ে ওপেনার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) এবং ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran) অর্ধশতাধিক রান হাঁকিয়েছিলেন। প্রথম ইনিংসে ১৪৮ রান বানাতে সক্ষম হয় আফগানরা। ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়ার সামনে ঢাল হয়ে দাঁড়ান গুলবাদিন নাইব ও নবীন উল হক। ২০ রান দিয়ে ৪ উইকেট নেন গুলবাদিন এবং ২০ রান দিয়ে ৩ উইকেট নেন নবীন।

Read More: AUS vs AFG: ওয়াংখেড়ের বদলা কিংসটাউনে, অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটের লড়াই জমিয়ে দিলো আফগানিস্তান !!

২১’রানে ম্যাচ জিতলো আফগানিস্তান

Aus vs afg
AUS vs AFG | Image: Getty Images

১২৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়া দলের ব্যাটিং। রান তাড়া করতে এসে প্রথম ওভারেই ওপেনার ট্রেভিস হেড (Travis Head) প্যাভিলিয়নে ফেরেন। এমনকি অধিনায়ক মিচেল মার্স (Mitchell Marsh) ও ডেভিড ওয়ার্নার (David Warner)। তাছাড়া মার্কাস স্টয়নিস (Marcus Stoinis) ও গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে ৩৯ রানের একটি পার্টনারশিপ গড়ে ওঠে। দলের হয়ে সর্বাধিক ৪১ বলে ৬টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৫৯ রানের ইনিংস খেলেন। তবে ম্যাক্সওয়েল আউট হতেই আফগানদের পক্ষে ম্যাচটি চলে আসে এবং ১২৭ রানে শেষ হয় তাদের ইনিংস। প্রথম বারের মতন অস্ট্রালিয়াযে হারিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং আফগানিস্তান।

দেখেনিন টুইট

Read Also: তাসের ঘরের মতন ভেঙে পড়লো বাংলাদেশি দলের ব্যাটিং, ৫০ রানে জয় সুনিশ্চিত করে সেমিফাইনালের টিকিট কনফার্ম করলো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *