হারতে হারতে বিরক্ত হয়ে গেছেন ফফ, CSK'তে ফিরতে নিচ্ছেন প্রস্তুতি !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2024)। প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন ফফ, প্রথমে ব্যাটিং করতে এসে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে RCB ১৭৩ রান বানাতে সক্ষম হয়। জবাবে ব্যাটিং করতে এসে ১৮.৪ ওভারে প্রয়োজনীয় রান তাড়া করে দলের হয়ে জয় সুনিশ্চিত করে CSK।

CSK’র কাছে প্রথম ম্যাচে পরাজিত RCB

Csk vs rcb, ipl 2024
CSK vs RCB | Image: Getty Images

প্রথম ম্যাচ থেকেই পরাজয় শুরু হয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দলের। চেন্নাই সুপার কিংসের কাছে চেপকের ময়দানে দীর্ঘ ১৭ বছর কোনো জয় পায়নি RCB। গতকাল সেটার কোনো পরিবর্তন হলো না। তবে, চেন্নাইয়ের বিরুদ্ধে এই পরাজয়ের পর মেজাজ হারিয়েছিলেন RCB’র ক্যাপ্টেন ফফ ডু প্লেসিস। প্রথমত তিনি চেন্নাই দলের হয়েই তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন কিন্তু ২০২২ মেগা নিলামের আগে ফফকে ধরে রাখেনি চেন্নাই এবং নিলামের মঞ্চে তার জন্য বেশি খরচও করেনি চেন্নাই।

যে কারণে, সুযোগ বুঝে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল দলে টেনে নেয় ফফকে। ২০২১ মরশুমে বিরাট কোহলি (Virat Kohli) দলের ক্যাপ্টেনসি ছেড়ে দিতে ২০২২ মরশুমে ক্যাপ্টেনসি তুলে দেওয়া হয়েছিল ডুপ্লেসিসকে। তবে গত দুই মরশুমে ব্যাঙ্গালুরুর প্রদর্শন খুব একটা ভালো ছিলো না, ২০২২ মরশুমে প্লে অফে পৌঁছালেও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থানের কাছে পরাজিত হতে হয় RCBকে। এরপর ২০২৩ মরশুমে গুজরাত টাইটানসের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে পরাজিত হতে হয় RCB কে।

CSK’তে যোগ দিতে চান ফফ

এবারের সিজিনের সূচনা পরাজয় দিয়েই শুরু হয়েছে RCB’র। প্রথম ম্যাচে পরাজয়ের পর ক্যাপ্টেন ফফকে চেন্নাই সুপার কিংসের CEO কাশি বিশ্বনাথের সঙ্গে কথোপকথন করতে দেখা যায়। নেটিজেনরা মনে করছেন RCB’র হয়ে খেলতে খেলতে প্রচুর হারের মোকাবিলা করতে হয়েছে এবং হারতে হারতে ক্লান্ত ফফ। তাই, চেন্নাই দলে যোগ দেওয়ার জন্যই কাশি বিশ্বনাথের সঙ্গে কথা বলছেন তিনি। যদিও এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

আরও পড়ুন | IPL 2024: “গোটা ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিলো…” জয়ের পর স্পষ্ট জানালেন ঋতুরাজ গায়কোয়াড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *