আগামী বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মহারণে মেতে উঠতে চলেছে ক্রিকেট বিশ্ব। টুর্নামেন্টে বেশ কিছু রেকর্ড ভাঙার জন্য প্রস্তুত তারকা ক্রিকেটাররা। এর মধ্যেই একে একে দল প্রকাশ করছে ক্রিকেট বোর্ডগুলি। বিসিসিআই (BCCI) ইতিমধ্যেই ভারতীয় স্কোয়াড প্রকাশ করে বিপক্ষদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে মাঠে নামবে দল। স্কোয়াডে কামব্যাক করেছেন ঈশান কিষাণ (Ishan Kishan) এবং রিঙ্কু সিং (Rinku Singh)’এর মতো বিস্ফোরক ব্যাটসম্যান। এর মধ্যেই এবার ইংল্যান্ড আসন্ন বিশ্বকাপের জন্য দল প্রকাশ করল।
Read More: CSK’তে এন্ট্রি নিয়ে গুরুদায়িত্ব পেলেন সঞ্জু স্যামসন, ধোনি ছাড়লেন নিজের চেয়ার !!
বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড-

২০২২ সালে জস বাটলারের (Josh Buttler) নেতৃত্বে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল ইংলিশ বাহিনী। এর আগে ২০১০ সালে এই টুর্নামেন্টে ট্রফি জয় করে নতুন ইতিহাস রচনা করেছিল তারা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৬৮ রানে পরাজিত হয়ে ফাইনালে পৌঁছাতে পারেনি ইংল্যান্ড। তবে আসন্ন বিশ্বকাপে আরও একবার চমক দিতে প্রস্তুত হ্যারি ব্রুকরা (Harry Brook)।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টের গ্ৰুপ ‘সি’তে ইংল্যান্ড বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালির সঙ্গে অবস্থান করছে। ৮ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ব্রেন্ডন ম্যাককালামের (Brendon McCullum) দল। এর আগে প্রস্তুতি হিসেবে জানুয়ারি মাসে শ্রীলঙ্কার মাটিতে ওডিআই সিরিজে এবং টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে ইংলিশ বাহিনী (England vs Srilanka Series)
দলে থাকছেন তারকা পেসার-

চলতি অ্যাশেজ সিরিজে (Aahes Series) ইংল্যান্ড দলের অংশ ছিলেন জফ্রা আর্চার (Jofra Archer)। কিন্তু পেশিতে চোট পাওয়ার কারণে মাত্র তিনটি ম্যাচ খেলেই তিনি অস্ট্রেলিয়া ছাড়েন। বর্তমানে ইসিবির (ECB) চিকিৎসকদের পরামর্শে রয়েছেন। ফলে মনে করা হচ্ছিল এই তারকা সম্ভবত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন না। কিন্তু আসন্ন এই বিশ্বকাপের জন্য প্রকাশিত দলে জফ্রা আর্চারকে রাখা হয়েছে।
এর সঙ্গেই জশ টং (Josh Tongue)’কে সুযোগ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামার জন্য এবার প্রস্তুত তিনি। ভারত এবং শ্রীলঙ্কার পরিবেশে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই পেসার। জেমি স্মিথকে (Jemmi Smith) এই সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরিয়ে আনা হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজের জন্য এবং ট২০ বিশ্বকাপের জন্য প্রকাশিত ইংল্যান্ড দল-
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার (শুধু বিশ্বকাপের জন্য), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স (শুধু শ্রীলঙ্কা সফরের জন্য), স্যাম কুরান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টং ও লুক উড