বাকি আর ঠিক এক মাস। তারপরই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। এবারের টুর্নামেন্ট ঘিরে প্রত্যাশার পারদ ইতিমধ্যেই চড়েছে আসমানে। নতুন ফর্ম্যাটে প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে আইসিসি। মূলপর্বে থাকছে ২০টি দল। পাঁচ দলের মোট চারটি গ্রুপ থাকছে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। প্রত্যেক দল গ্রুপ পর্বে খেলবে চারটি করে ম্যাচ। পয়েন্টের নিরিখে শীর্ষে থাকা দুটি করে দল জায়গা করে নেবে পরবর্তী পর্বে। আট দল’কে সাজানো হবে আরও দুই গ্রুপে। সেখান থেকেও শীর্ষ দুটি করে দল যাবে সেমিফাইনালে। শেষ চারের দ্বৈরথ শেষে জয়ী দুই শিবির মুখোমুখি হবে ট্রফি জয়ের যুদ্ধে।
আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ‘ফেভারিট’ হিসেবে যে কয়টি দেশ পা রাখবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের মধ্যে অন্যতম ইংল্যান্ড। ২০২২-এর চ্যাম্পিয়ন’রা ২০২৪ সালেও খেতাবের অন্যতম দাবীদার। গত বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে আশানুরূপ ফলাফল করতে পারে নি তারা। একটা সময় চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছিলো জস বাটলারের দলের সামনে। সেই গ্লানি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) মুছে ফেলতে মরিয়া থাকবে ইংল্যান্ড। গত বারের ট্রফি জয়ের অন্যতম নায়ক বেন স্টোকসকে এবার পাচ্ছে না ‘থ্রি লায়ন্স’রা। তা সত্ত্বেও বেশ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
Read More: দল নির্বাচন নিয়ে রোহিত-আগরকরের সঙ্গে ঝামেলায় জড়ালেন জয় শাহ, পছন্দের পাত্রকে দিলেন এন্ট্রি !!
তারকায় ঠাসা ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ-
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে ইংল্যান্ড। আজ এক বিজ্ঞপ্তিতে ইসিবি পাকিস্তান সিরিজ ও টি-২০ বিশ্বকাপের প্রাথমিক দল একই সাথে ঘোষণা করেছে। পনেরো সদস্যের দলে প্রত্যাশামতই অধিনায়ক হিসেবে রয়েছেন জস বাটলার (Jos Buttler)। চলতি আইপিএলে ইতিমধ্যেই জোড়া শতরান করেছেন তিনি। অধিনায়কের ফর্ম ভরসা যোগাবে ইংল্যান্ডকে। রয়েছেন জনি বেয়ারেস্টো’ও (Jonny Bairstow)। পাঞ্জাব কিংসের হয়ে দিনকয়েক আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শতরান করেছেন তিনিও। ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপের সম্ভাব্যদের তালিকায় রেখেছেন নাইট জার্সিতে আইপিএলে ঝড় তোলা ফিল সল্টকে (Phil Salt)।
‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’দের ব্যাটিং শক্তি বাড়বে হ্যারি ব্রুকের (Harry Brook) প্রত্যাবর্তনে। পারিবারিক কারণে গত জানুয়ারিতে ভারত সফর শুরুর আগে জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্রুক। তারপর আইপিএল থেকেও দূরে সরে যান ইংল্যান্ডের তরুণ ব্যাটার। তাঁর বদলে অস্ট্রেলীয় জেক ফ্রেজার ম্যাকগার্ককে দলে নেয় দিল্লী ক্যাপিটালস। দীর্ঘ বিরতির পর আসন্ন ও পাকিস্তান সিরিজে দলে ফিরছেন ব্রুক। রয়েছেন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সম্ভাব্যদের তালিকাতেও। এছাড়াও দলে থাকছেন বেন ডাকেট (Ben Duckett)। আইপিএলে ৪১ বলে ১০০ করা উইল জ্যাকসকেও (Will Jacks) ইসিবি জায়গা দিয়েছে টি-২০ বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে।
ফিরছেন আর্চার, ভারসাম্যের খোঁজে ইংল্যান্ড শিবির-
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আজ যে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে সেখানে রয়েছেন তিনজন অলরাউন্ডার। মঈন আলি (Moeen Ali), লিয়াম লিভিংস্টোনের (Liam Livingstone) পাশাপাশি রয়েছেন স্যাম কারান (Sam Curran)। গত টি-২০ বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরষ্কার জিতেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার সাফল্য ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেও অক্ষুণ্ণ রাখতে চাইবেন কারান। সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে পেসার জোফ্রা আর্চারের (Jofra Archer) প্রত্যাবর্তন। লম্বা সময় চোটের কারণে দূরে ছিলেন তিনি। হ্যারি ব্রুকের মতই আসন্ন পাকিস্তান সিরিজ ও টি-২০ বিশ্বকাপে ফিরছেন তিনিও। পেসার হিসেবে আর্চারের পাশাপাশি স্কোয়াডে রয়েছেন ক্রিস জর্ডান (Chris Jordan), রিস টপলি এবং মার্ক উড (Mark Wood)। স্পিন বিভাগ সামলাবেন আদিল রশিদ ও টম হার্টলি।
জানুয়ারি মাসেই টি-২০ বিশ্বকাপের সম্পূর্ণ সূচি ও নির্ঘন্ট প্রকাশ করে দিয়েছিলো আয়োজক সংস্থা আইসিসি। গ্রুপ-বি’তে রয়েছে ২০১০ ও ২০২২-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের সঙ্গে রয়েছে ওমান, নামিবিয়া, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। পড়শি দেশ স্কটল্যান্ডের বিরুদ্ধে ৪ জুন অভিযান শুরু করবেন বাটলাররা (Jos Buttler)। ৮ জুন দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড। ১৩ তারিখ তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ওমান। ১৫ তারিখ গ্রুপ পর্বে ইংল্যান্ডের অন্তিম প্রতিপক্ষ নামিবিয়া।
এক নজর T20 বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক দল-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জোফ্রা আর্চার, জনি বেয়ারেস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, মার্ক উড।